শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
  ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আজ তোমাদের জন্য বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

একাত্তরের দিনগুলি

1

১৫৭. 'ওপারেও যায়নি, গেলে বেতারে নিশ্চয় গলা শুনতে পেতাম।' এখানে 'ওপারে' বলতে কী বোঝানো হয়েছে?

ক) ভারতে খ) না ফেরার দেশে

গ) নদীর ওপার ঘ) পাকিস্তানে

সঠিক উত্তর : ক) ভারতে

১৫৮. 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা বাগানে গিয়েছেন কখন?

ক) নাশতা খাবার আগে

খ) নাশতা খেতে খেতে

গ) নাশতা খাবার পর

ঘ) সন্ধ্যার কিছুক্ষণ পর

সঠিক উত্তর : গ) নাশতা খাবার পর

১৫৯. 'একাত্তরের দিনগুলি' পাঠে পাঠক অনুপ্রাণিত হবে, উদ্বুদ্ধ হবে-

ক) স্বভাষাপ্রীতিতে

খ) যেকোনো প্রাণীর প্রতি ভালোবাসায়

গ) দেশপ্রেমে

ঘ) স্বাধিকার চেতনায়

সঠিক উত্তর : ঘ) স্বাধিকার চেতনায়

১৬০. 'একাত্তরের দিনগুলি' রচনায় জাহানারা ইমামের কী প্রকাশ পেয়েছে?

ক) পান্ডিত্য

খ) হৃদয়ের রক্তক্ষরণের যন্ত্রণা

গ) পাকিস্তানি হানাদার বাহিনীর প্রতি ঘৃণা

ঘ) অতীতের স্মৃতিকথা

সঠিক উত্তর : খ) হৃদয়ের রক্তক্ষরণের যন্ত্রণা

১৬১. ১৩ এপ্রিল : মঙ্গলবার ১৯৭১-এর বর্ণনার শুরুতে রয়েছে-

র. প্রকৃতির বর্ণনা

রর. পাকিস্তানি সৈন্যের আক্রমণ

ররর. অগ্নিসংযোগ

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) ররর ঘ) রর ও ররর

সঠিক উত্তর : ক) র

১৬২. জাহানারা ইমাম কোথায় জন্মগ্রহণ করেন?

ক) বগুড়া জেলার দশটিকায়

খ) মুর্শিদাবাদের সুন্দরপুরে

গ) জয়পুরহাটের বিলস্নায়

ঘ) ফরিদপুরের আম্বুরখানায়

সঠিক উত্তর : খ) মুর্শিদাবাদের সুন্দরপুরে

১৬৩. জাহানারা ইমাম কাদের শাস্তির দাবিতে আমৃতু্য সংগ্রাম করেছেন?

ক) মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের

খ) অত্যাচারী হানাদার বাহিনীর

গ) মিত্রবাহিনীর

ঘ) ভিতু মুক্তিযোদ্ধাদের

সঠিক উত্তর : ক) মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের

১৬৪. নদীতে ভেসে যাওয়া লাশগুলো ছিল-

র. পেছনে হাত বাঁধা

রর. চোখ বাঁধা

ররর. গুলিবিদ্ধ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: গ) র ও ররর

১৬৫. কোন বানানগুচ্ছটি সঠিক?

ক) স্ফুলিঙ্গ, জ্বলা খ) স্ফূলিঙ্গ, জ্বলা

গ) স্ফুলিঙ্গ, জলা ঘ) স্ফুলিঙ্গো, জ্বলা

সঠিক উত্তর : ক) স্ফুলিঙ্গ, জ্বলা

১৬৬. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আলমগীর কবিরের ছদ্মনাম ছিল-

ক) আহমেদ চৌধুরী

খ) শিমুল কবির

গ) আকাশ বন্দ্যোপাধ্যায়

ঘ) আশা চৌধুরী

সঠিক উত্তর : ক) আহমেদ চৌধুরী

১৬৭. 'একাত্তরের দিনগুলি' স্মৃতিচারণমূলক রচনায় মাধ্যমিক স্কুল কত তারিখে খোলার হুকুম হয়েছে?

ক) এক তারিখে খ) পাঁচ তারিখে

গ) সাত তারিখে ঘ) নয় তারিখে

সঠিক উত্তর : ঘ) নয় তারিখে

১৬৮. জামীর ছড়া কাটার কারণ কোনটি ছিল?

ক) স্কুল বন্ধ থাকার আনন্দ

খ) নতুন ছড়ার সন্ধান পাওয়া

গ) মায়ের সাথে সময় কাটানো

ঘ) আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা

সঠিক উত্তর : ঘ) আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা

১৬৯. 'একাত্তরের দিনগুলি' স্মৃতিচারণমূলক রচনায় লেখিকা কোন নেশা কথা বলেছেন?

ক) লেখালেখির নেশা

খ) সিনেমা দেখার নেশা

গ) বাগান করার নেশা

ঘ) গান করা

সঠিক উত্তর : গ) বাগান করার নেশা

১৭০. কেউ যদি সম্পূর্ণ মিথ্যা তথ্যে সমৃদ্ধ একটি বিবৃতি তৈরি করে তাহলে তাকে কার সাথে তুলনা করা যাবে?

ক) মীর জাফরের সাথে

খ) হিটলারের সাথে

গ) গোলাম আযমের সাথে

ঘ) গোয়েবলসের সাথে

সঠিক উত্তর : ঘ) গোয়েবলসের সাথে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে