বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র
নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

আজ তোমাদের জন্য নৈর্ব্যক্তিক অভীক্ষা নিয়ে আলোচনা করা হলো

ধ্বনির পরিবর্তন

1

৮। কোনটি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ?

ক) বিলাতি>বিলিতি

খ) দেশি>দিশি

গ) বাক্য>বাইক্য

ঘ) মূলা>মূল্যে

উত্তর : ঘ) মূলা>মূল্যে

৯। একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

ক) অসমীকরণ খ) স্বরসঙ্গতি

গ) সমীভবন ঘ) স্বরলোপ

উত্তর : খ) স্বরসঙ্গতি

১০। স্বরভক্তির অন্য নাম কী?

ক) বিপ্রকর্ষ খ) অভিশ্রম্নতি

গ) অন্তঃস্বরাগম ঘ) অপিনিহিতি

উত্তর : ক) বিপ্রকর্ষ

১১। ফাল্গুন>ফাগুন কীসের উদাহরণ?

ক) ব্যঞ্জন বিকৃতি খ) অন্তর্হতি

গ) অভিশ্রম্নতি ঘ) সমীভবন

উত্তর : খ) অন্তর্হতি

১২। 'মধ্য স্বরাগম'-এর অপর নাম কী?

ক) অসমীকরণ খ) বিষমীভবন

গ) বিপ্রকর্ষ ঘ) সমীভবন

উত্তর : গ) বিপ্রকর্ষ

১৩। ধ্বনি বিপর্যয়-এর উদাহরণ কোনটি?

ক) মুড়া>মুড়ে খ) বাক্‌স>বাস্‌ক

গ) মোজা>মুজো ঘ) দেশি>দিশি

উত্তর : খ) বাক্‌স>বাস্‌ক

১৪। 'স্কুল>ইস্কুল' ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ায় এর নাম কী?

ক) আদি স্বরাগম খ) স্বরলোপ

গ) মধ্য স্বরাগম ঘ) অন্ত্য সরাগম

উত্তর : ক) আদি স্বরাগম

১৫। দ্রম্নত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী স্বরধ্বনির লোপকে কী বলে?

ক) বিষমীভবন খ) সমীভবন

গ) স্বরসঙ্গতি ঘ) সম্প্রকর্ষ বা স্বরলোপ

উত্তর : ঘ) সম্প্রকর্ষ বা স্বরলোপ

১৬। 'রিকসা>রিসকা' কীসের উদাহরণ?

ক) ব্যঞ্জনবিকৃতি খ) ধ্বনি বিপর্যয়

গ) বিষমীভবন ঘ) বিপ্রকর্ষ

উত্তর : খ) ধ্বনি বিপর্যয়

১৭। একই স্বরের পুনরাবৃত্তির দূর করার জন্য 'আ' যুক্ত হলে তাকে কী বলে?

ক) বর্ণদ্বিত্ব খ) স্বরসঙ্গতি

গ) অসমীকরণ ঘ) পরাগত

উত্তর : গ) অসমীকরণ

১৮। শব্দের মধ্যে দুটি সমধ্বনি একটি লোপ হলে তাকে কী বলে?

ক) ব্যঞ্জনচু্যতি খ) অভিশ্রম্নতি

গ) প্রগত ঘ) পরাগত

উত্তর : ক) ব্যঞ্জনচু্যতি

১৯। জোর দেওয়ার জন্য যখন শব্দের ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব উচ্চারণ হয় তাকে কী বলে?

ক) অভিশ্রম্নতি খ) বর্ণদ্বিত্ব

গ) দ্বিত্ব ব্যঞ্জন ঘ) অন্তর্হতি

উত্তর : গ) দ্বিত্ব ব্যঞ্জন

২০। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে কী বলে?

ক) বিপ্রকর্ষ বা স্বরভক্তি খ) অপিনিহিতি

গ) ধ্বনি বিপর্যয় ঘ) বিষমীভবন

উত্তর : ক) বিপ্রকর্ষ বা স্বরভক্তি

২১। কোনগুলো দ্বিত্বব্যঞ্জন?

ক) পক্ব>পকক, পদ্ম>পদ্দ খ)পাকা>পাক্কা, সকাল>সক্কাল

গ) জন্ম>জনম, কাঁদনা>কান্না

ঘ) রাঁধ্‌না>রান্না, গৃহিণী>গিনী

উত্তর : খ)পাকা>পাক্কা, সকাল>সক্কাল

২২। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?

ক) অভিশ্রম্নতি খ) বিষমীভবন

গ) স্বরলোপ ঘ) অন্তর্হতি

উত্তর : ঘ) অন্তর্হতি

২৩। স্বরলোপের উদাহরণ কোনগুলো?

ক) বাক্য>বাইক্য, সত্য>সইত্য

খ) শরীর>শরীল, লাল>নাল

গ) বসতি>বস্‌তি, জানালা>জান্‌লা

ঘ) মূলা>মুলো, দেশি>দিশি

উত্তর : গ) বসতি>বস্‌তি, জানালা>জান্‌লা

২৪। পাকা>পাক্কা একটি কীসের উদাহরণ?

ক) দ্বিত্ব ব্যঞ্জন খ) পরাগত

গ) মধ্যগত ঘ) প্রগত

উত্তর : ক) দ্বিত্ব ব্যঞ্জন

২৫। বউদিদি>বউদি কীসের উদাহরণ?

ক) সমীভবন খ) অন্তর্হতি

গ) অভিশ্রম্নতি ঘ) ব্যঞ্জনচুতি

উত্তর : ঘ) ব্যঞ্জনচুতি

২৬। কোন শব্দটি অনন্য স্বর-সঙ্গতির উদাহরণ?

ক) বিলিতি খ) মুড়ো

গ) শিকে ঘ) মুজো

উত্তর : ঘ) মুজো

২৭। কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?

ক) স্বপ্ন>স্বপন খ) সত্য>সইত্য

গ) বিলাম>বিলিতি ঘ) ধপধপ>ধপাধপ

উত্তর : ক) স্বপ্ন>স্বপন

২৮। বিলাতি>বিলিতি কীসের উদাহরণ?

ক) মধ্য স্বরাগম খ) অপিনিহিতি

গ) মধ্যগত স্বরসঙ্গতি ঘ) প্রগত স্বরসঙ্গতি

উত্তর : গ) মধ্যগত স্বরসঙ্গতি

২৯। ধপ+ধপ>ধপাধপ কীসের উদাহরণ?

ক) মধ্যাগম খ) অপিনিহিতি

গ) অন্ত্যস্বরাগম ঘ) স্বরসঙ্গতি

উত্তর : ক) মধ্যাগম

৩০। লগ্ন>লগন কোন সমীভবন?

ক) প্রগত খ) পরাগত

গ) মধ্যগত ঘ) অন্যান্য

উত্তর : ক) প্রগত

৩১। বাংলা ব্যাকরণের কোন অংশে ধ্বনির পরিবর্তন আলোচিত হয়?

ক) বাক্যতত্ত্বে খ) রূপতত্ত্বে

গ) শব্দতত্ত্বে ঘ) ধ্বনিতত্ত্বে

উত্তর : ক) বাক্যতত্ত্বে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে