শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সপ্তম শ্রেণির পড়াশোনা

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
সপ্তম শ্রেণির পড়াশোনা
সপ্তম শ্রেণির পড়াশোনা

পদার্থের গঠন

৫। পরমাণু কী?

1

উত্তর : মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা স্বাধীনভাবে থাকতে পারে না,

তাকে পরমাণু বলে।

৬। মৌলিক পদার্থ কাকে বলে?

উত্তর : যেসব পদার্থকে ভাঙলে একই রকম উপাদান পাওয়া যায় অর্থাৎ যেসব পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদের মৌলিক পদার্থ বলে। যেমন্ততামা, লোহা, অক্সিজেন ইত্যাদি।

৭। যৌগিক পদার্থ কী?

উত্তর: দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে যে ভিন্নধর্মী পদার্থ গঠন করে তাকে

যৌগিক পদার্থ বলে।

৮। ম্যাগনেশিয়াম অক্সাইডের সংকেত লেখো?

উত্তর : ম্যাগনেশিয়াম অক্সাইডের সংকেত গমঙ।

৯। পর্যায় সারণি কী?

উত্তর : প্রায় একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণিভুক্ত করে, আবিষ্কৃত সব মৌলকে স্থান দিয়ে মৌলসমূহের যে সারি বর্তমানে প্রচলিত, তাকে মৌলের পর্যায় সারণি বলা হয়।

১০। খাবার লবণের সংকেত লেখো?

উত্তর : খাবার লবণের সংকেত ঘধঈষ (সোডিয়াম ক্লোরাইড)

১১। লোহার প্রতীক কী?

উত্তর : লোহার প্রতীক হলো ঋব।

১২। চিনি কী?

উত্তর : চিনি হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নামের তিনটি ভিন্ন মৌলিক পদার্থের উপাদান দিয়ে তৈরি যৌগিক পদার্থ।

১৩। চিনির রাসায়নিক নাম কী?

উত্তর : চিনির রাসায়নিক নাম সুক্রোজ।

১৪। চক ভাঙলে কোন কোন পদার্থ পাওয়া যায়?

উত্তর : চক ভাঙলে ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন পাওয়া যায়।

১৫। লোহাকে বাতাসে রেখে দিলে কোন রঙের আস্তরণ পড়ে?

উত্তর : লোহাকে বাতাসে রেখে দিলে তার ওপর হালকা লাল রঙের একটি আস্তরণ পড়ে।

১৬। চকের রাসায়নিক নাম কী?

উত্তর : চকের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট (ঈধঈঙ৩)

১৭। মিশ্র পদার্থ কাকে বলে?

উত্তর : যে মিশ্রণে একের অধিক পদার্থ বিদ্যমান থাকে, তাকে মিশ্র পদার্থ বলে।

যেমন-বাতাস।

১৮। বায়ু কী পদার্থ?

উত্তর : বায়ু একটি মিশ্র পদার্থ। এতে মৌলিক ও যৌগিক উভয় ধরনের পদার্থ রয়েছে।

১৯। বায়ুর উপাদান কী কী?

উত্তর : বায়ু বিভিন্ন উপাদান নিয়ে গঠিত। যেমন- নাইট্রোজেন, অক্সিজেন, জলীয়বাষ্পসহ

অন্যান্য পদার্থ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে