শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ১৮ আগস্ট ২০২২, ০০:০০

'মাদার তেরেসা'

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৬ ও ৬৭নং প্রশ্নের উত্তর দাও :

আব্দুর রাজ্জাক গ্রামের এক স্কুলের শিক্ষক। তিনি নিজ উদ্যোগে এবং অন্য লোকদের সহায়তায় একটি ফান্ড গঠন করেন। ফান্ড গঠনের উদ্দেশ্য গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করা।

৬৬. অনুচ্ছেদটির সঙ্গে মাদার তেরেসার কোন কাজটির মিল রয়েছে?

ক. বস্তিতে স্কুল প্রতিষ্ঠা

খ. 'মিশনারিজ অব চ্যারিটি' প্রতিষ্ঠা

গ. 'নির্মল হৃদয়' প্রতিষ্ঠা

ঘ. সেবাসংঘ প্রতিষ্ঠা

উত্তর : ক. বস্তিতে স্কুল প্রতিষ্ঠা

৬৭. আব্দুর রাজ্জাকের কাজটি এবং মাদার তেরেসার কাজটির ফলাফল-

ক. শিক্ষার প্রসারে ভূমিকা

খ. শিক্ষার উদ্দেশ্য পূরণ

গ. গরিব, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি

ঘ. শিক্ষার জন্য জীবন দান

উত্তর : গ. গরিব, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৮ ও ৬৯নং প্রশ্নের উত্তর দাও :

প্রজাদের অবস্থা জানার জন্য হযরত উমর (রা.) রাতের আঁধারে একা ঘুরে বেড়াতেন। এক অভাগা মায়ের শিশুদের ক্ষুধা নিবারণের জন্য নিজের মাথায় বস্তা নিয়ে বিধবাকে চাল-আটা দান করেন। মানবতার সেবাই ছিল এ মনীষীর লক্ষ্য।

৬৮. উদ্দীপকটি কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?

ক. একসূত্রে খ. জীবনের জন্য

গ. মাদার তেরেসা ঘ. সততার পুরস্কার

উত্তর : গ. মাদার তেরেসা

৬৯. উদ্দীপকে রচনাটির যে ভাব প্রকাশ পায়--

র. সেবাই ধর্ম

রর. মানুষ মানুষের জন্য

ররর. সচেতনতাই জীবন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. রর ও ররর

উত্তর : ক. র ও রর

৭০. 'গাউন' অর্থ কী?

ক. পুরুষের পোশাক

খ. মহিলাদের পোশাক

গ. শীতের পোশাক

ঘ. উভয়ের পোশাক

উত্তর : খ. মহিলাদের পোশাক

৭১. 'প্রশিক্ষণ' বলতে কী বোঝায়?

ক. উত্তমরূপে শিক্ষা লাভ করা?

খ. হাতে-কলমে বিশেষ শিক্ষা

গ. অভ্যাসের সাহায্যে আয়ত্ত করা

ঘ. সংসার জীবন ত্যাগ করে তপস্যা

উত্তর : খ. হাতে-কলমে বিশেষ শিক্ষা

৭২. 'সম্মাননা' অর্থ কী?

ক. অসম্মান দেখানো খ. সম্মান দেখানো

গ. সালাম দেওয়া ঘ. শ্রদ্ধা করা

উত্তর : খ. সম্মান দেখানো

৭৩. সৎকাজ করার জন্য কঠিন সাধনা ও ত্যাগ করাকে কী বলা হয়?

ক. ব্রত খ. শিষ্টাচার

গ. উপাসনা ঘ. যোগব্যায়াম

উত্তর : ক. ব্রত

৭৪. 'মিশনারিজ অব চ্যারিটি' বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে-

র. মানবসেবা সংঘ

রর. অপরের সেবার জন্য পরিচালিত প্রতিষ্ঠান

ররর. ইহুদি কর্তৃক পরিচালিত সেবাসংঘ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

৭৫. যে কাজটি মাদার তেরেসা তার জীবদ্দশায় সম্পন্ন করেছেন-

র. কুষ্ঠরোগীদের আবাসন প্রতিষ্ঠা করেছেন

রর. অনাথ শিশুদের জন্য শিশুভবন প্রতিষ্ঠা করেছেন

ররর. দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছেন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

৭৬. মাদার তেরেসার সারা জীবনের ব্রত কী ছিল?

ক. সেবা খ. ধর্মচর্চা

গ. অর্থোপার্জন ঘ. সাহিত্য রচনা

উত্তর : ক. সেবা

৭৭. মাদার তেরেসা কীভাবে বাঙালির জীবনকে শান্তিতে ভরে তুলতে চেয়েছেন?

ক. অর্থ সাহায্য প্রদান করে ?

খ. বহু প্রতিষ্ঠান গড়ে তুলে

গ. শিক্ষা বিস্তার করে

ঘ. ধর্ম প্রচার করে

উত্তর : খ. বহু প্রতিষ্ঠান গড়ে তুলে

৭৮. মাদার তেরেসা সম্পর্কে কোন বাক্যটি সঠিক?

ক. তিনি একজন অসাধারণ মানবসেবী

খ. কুষ্ঠরোগীদের জন্য গড়ে তোলেন নির্মল হৃদয়

গ. ঢাকার ইসলামপুরে গড়ে তোলেন শিশুভবনের প্রথম শাখা

ঘ. ভারতেই তার সেবাকর্ম সীমাবদ্ধ ছিল

উত্তর : ক. তিনি একজন অসাধারণ মানবসেবী

৭৯. মাদার তেরেসা যে পুরস্কারে ভূষিত হন-

ক. নোবেল খ. অস্কার

গ. বাংলা একাডেমি ঘ. একুশে পদক

উত্তর : ক. নোবেল

৮০. মাদার তেরেসা যেখানে সেবার হাত বাড়িয়ে দিয়েছেন-

র. প্রাকৃতিক দুর্যোগে

রর. অসহায়ত্বে

ররর. দুঃখ-দারিদ্র্যে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে