বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র
ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র

আজ তোমাদের জন্য

বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে

1

আলোচনা করা হলো

জন্মভূমি

নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ৫৯ ও ৬০নং প্রশ্নের উত্তর দাও :

'জন্ম আমার ধন্য হলো মাগো

এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক

বুকে তোমার ঘুমিয়ে গেলে

জাগিয়ে দিও নাকো মাগো'

৫৯. প্রতিফলিত দিকটি নিচের কোন চরণে প্রকাশিত হয়েছে?

ক. আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো

খ. ওই আলোকে নয়ন রেখে মুদব নয়ন শেষে

গ. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

ঘ. কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে

উত্তর : খ. ওই আলোকে নয়ন রেখে মুদব নয়ন শেষে

৬০. অনুচ্ছেদে 'জন্মভূমি' কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে?

ক. জন্মভূমিকে ভালোবাসা

খ. জন্মভূমিতে মৃতু্যবরণ করা

গ. চিরদিন বেঁচে থাকা

ঘ. দেশকে সম্মান দেখানো

উত্তর : খ. জন্মভূমিতে মৃতু্যবরণ করা

নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ৬১ ও ৬২নং প্রশ্নের উত্তর দাও :

'চন্দ্র, সূর্য, গ্রহ-তারা, কোথায় এমন উজল ধারা

কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘের'

৬১. অনুচ্ছেদের প্রথম চরণের সাথে জন্মভূমি কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে?

ক. কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে

খ. ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে

গ. শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে

ঘ. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

উত্তর : ক. কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে

৬২. অনুচ্ছেদের 'জন্মভূমি' কবিতার যে বিষয়গুলো প্রতিফলিত হয়েছে-

র. স্বদেশের প্রতি মুগ্ধতায়

রর. দেশের প্রতি গভীর আবেগে

ররর. সৌন্দর্যবোধে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ৬৩ ও ৬৪নং প্রশ্নের উত্তর দাও :

'অবারিত মাঠ গগন ললাট

চুমে তব পদধূলি

ছায়া সুনিবিড় শান্তির নীড়

ছোট ছোট গ্রামগুলি'

৬৩. অনুচ্ছেদে 'জন্মভূমি' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?

ক. দেশের প্রতি মমতা খ. প্রকৃতিপ্রেম

গ. নিসর্গচেতনা ঘ. জীবনকে সার্থক ভাবা

উত্তর : গ. নিসর্গচেতনা

৬৪. অনুচ্ছেদের শেষ দুই চরণের মর্মার্থের সঙ্গে 'জন্মভূমি' কবিতার যে চরণের মিল পাওয়া যায়-

ক. জানিনে তোর রতন আছে কিনা

খ. আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো

গ. ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে

ঘ. কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে

উত্তর :গ. ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে

৬৫. 'মুদব' শব্দের অর্থ কী?

ক. বন্ধ করব খ. অদৃশ্য করব

গ. হারিয়ে ফেলব ঘ. বিলুপ্ত হব

উত্তর : ক. বন্ধ করব

৬৬. 'জনম' শব্দের অর্থ কী?

ক. যত্ন খ. জীবন

গ. জন্ম ঘ. কর্ম

উত্তর : গ. জন্ম

৬৭. 'মুদব' শব্দটি যে অর্থ বহন করে-

র. বুজব

রর. বন্ধ করব

ররর. জুড়াবো

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

\হগ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

৬৮. জন্মভূমি কোন উপাদান কবিকে আকুল করে তোলে?

ক. স্নেহের ছায়া খ. বনের ফুল

গ. গগনের চাঁদ ঘ. চাঁদের হাসি

উত্তর : খ. বনের ফুল

৬৯. কবির একান্ত ইচ্ছা কী?

ক. বিদেশে যাওয়া

খ. ব্যবসা-বাণিজ্য করা

গ. সন্ন্যাসী জীবন গ্রহণ

ঘ. এদেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত হওয়া

উত্তর : ঘ. এদেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত হওয়া

৭০. জন্মভূমির আকাশের চাঁদ কবির কাছে বেশি সুন্দর মনে হয় কেন?

ক. এদেশের চাঁদের আলো বেশি উজ্জ্বল বলে

খ. দেশপ্রেমের গভীর আবেগের কারণে

গ. কবি মনের ভাবুকতার কারণে

ঘ. এদেশের সবুজ প্রকৃতিতে চাঁদের আলো বেশি সুন্দর মনে হয় বলে

উত্তর : খ. দেশপ্রেমের গভীর আবেগের কারণে

৭১. জন্মভূমির ছায়ায় কবির অঙ্গ জুড়ায় বলতে কী বোঝানো হয়েছে?

ক. জন্মভূমির ছায়ায় সুখ ও শান্তি লাভ

খ. জন্মভূমির সৌন্দর্যে মুগ্ধ হওয়া

গ. জন্মভূমির দ্বারা উপকৃত হওয়া

ঘ. জন্মভূমির ধন-রতন লাভ করা

উত্তর : ক. জন্মভূমির ছায়ায় সুখ ও শান্তি লাভ

৭২. কবি কাকে উদ্দেশ্য করে 'জন্মভূমি' কবিতাটি রচনা করেছেন?

ক. মাকে খ. জন্মভূমিকে

গ. প্রকৃতিকে ঘ. নদীকে

উত্তর : খ. জন্মভূমিকে

৭৩. 'জন্মভূমি' কবিতার মূল বক্তব্য কী?

ক. জন্মভূমির প্রতি মমত্ব

খ. জন্মভূমির সৌন্দর্য

গ. জন্মভূমির প্রকৃতি

ঘ . জন্মভূমির ভালোবাসা

উত্তর : ক. জন্মভূমির প্রতি মমত্ব

৭৪. 'জন্মভূমি' কবিতাটি কত চরণ বিশিষ্ট?

ক. ৮ খ. ১০

গ. ১২ ঘ. ১৪

উত্তর : ক. ৮

\হ

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে