শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলা

রোমানা হাবীব চৌধুরী সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম য়
  ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

৮. সুমি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে প্রতিদিন সকালে স্কুলে যায়। সে মেধাবী শিক্ষার্থী। পড়ার ক্ষতি হবে বলে অযথা আড্ডা দেয় না। সে প্রায়ই হেঁটে স্কুলে যায়। সে অবসর সময় গল্পের বই পড়ে।

উত্তর :

ক. কে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী?

খ. সুমি প্রতিদিন সকালে কোথায় যায়?

গ. সুমি অযথা আড্ডা দেয় না কেন?

ঘ. সুমি কীভাবে স্কুলে যায়?

ঙ. সুমি অবসর সময় কী পড়ে?

৯. শিক্ষা জাতির মেরুদন্ড। আর শিক্ষক হলো ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কান্ডারি। তিল তিল করে নীরবে নিভৃতে শিক্ষক তার আদর্শ দ্বারা সময়োপযোগী ভবিষ্যৎ জাতির কর্ণধারদের গড়ে তোলেন। সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। যে ছাত্র তার শিক্ষকের যথাযথ মর্যাদা দিতে জানে না, শিক্ষকের সেবা করতে জানে না, সে কখনো দেশ ও সমাজের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না।

উত্তর :

ক. জাতির মেরুদন্ড কে?

খ. ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কান্ডারি কে?

গ. শিক্ষক জাতির ভবিষ্যৎ কর্ণধারদের গড়ে তোলেন কীভাবে?

ঘ. সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে কেন?

ঙ. কখন কোন ছাত্র দেশ ও সমাজের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না?

১০. পেলেকে বলা হয় ফুটবল সম্রাট। ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের এক বস্তিতে জন্ম নিয়েছিলেন তিনি। ছেলেবেলা তার খুব কষ্টের মধ্যে কাটে। অভাবের তাড়নায় চায়ের দোকানে কাজ করতেন তিনি। এ ছাড়া রেলস্টেশন ঝাড়ু দেওয়ার পাশাপাশি কিছুদিন জুতা পরিষ্কারের কাজও তিনি করেছিলেন। এতকিছুর পরও ছোট থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। প্রবল ইচ্ছা আর নিরলস চেষ্টায় একদিন তার সে স্বপ্ন সত্যি হলো। মাত্র ১৬ বছরের এক তরুণকে নিয়ে ঝড় ওঠে। পুরো ইউরোপজুড়ে তার নাম ছড়িয়ে পড়ে। নামিদামি ক্লাবগুলো উঠে পড়ে লাগল তাকে দলে ভেড়ানোর জন্য। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে পেলে হয়ে উঠলেন পৃথিবীর সেরা ফুটবলার।

উত্তর :

ক. ফুটবলের সম্রাট কে?

খ. পেলের ছেলেবেলা কীভাবে কাটে?

গ. ছেলেবেলা থেকে পেলে কী হতে চেয়েছিলেন?

ঘ. ইউরোপ নামিদামি ক্লাবগুলো পেলেকে দলে নিতে চাইল কেন?

ঙ. কখন পেলের নাম ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ে?

১১. আলিফ সমাপনী পরীক্ষার্থী। সমাপনী পরীক্ষার পর ট্রেনে চড়ে সে চিড়িয়াখানায় পশুপাখি দেখতে যাবে। সে বাঘ, ভালুক, ময়ূর, বানর, জিরাফ ও অন্যান্য আরও পশুপাখি দেখবে এবং মজা করবে।

উত্তর :

ক. সমাপনী পরীক্ষার্থী কে?

খ. আলিফ কোথায় পশুপাখি দেখতে যাবে?

গ. আলিফ কীভাবে চিড়িয়াখানায় যাবে?

ঘ. আলিফ চিড়িয়াখানায় কী দেখবে?

ঙ. আলিফ কখন চিড়িয়াখানায় যাবে?

১২. রাফি খুব ভালো ছেলে। সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে। পড়ার ক্ষতি হবে বলে অযথা সময় নষ্ট করে না। সে প্রতিদিন রিকশায় স্কুলে যায়। অবসর সময় সে গান শোনে।

উত্তর :

ক. কে খুব ভালো ছেলে?

খ. রাফি প্রতিদিন কখন ঘুম থেকে ওঠে?

গ. রাফি অযথা সময় নষ্ট করে না কেন?

ঘ. রাফি প্রতিদিন কীভাবে স্কুলে যায়?

ঙ. অবসর সময় সে কী শোনে?

বিপরীত শব্দ

মূল শব্দ - বিপরীত শব্দ

অগ্র - পশ্চাৎ

অধম - উত্তম

অসীম - সসীম

অসম্মান - সম্মান

অন্ধকার - আলো

অনুরাগ - বিরাগ

অস্থির - স্থির

অস্থায়ী - স্থায়ী

অসুন্দর - সুন্দর

আকর্ষণ - বিকর্ষণ

আলো - অন্ধকার

আরম্ভ - শেষ

আকাশ - পাতাল

আনন্দ - নিরানন্দ

উজান - ভাটি

উন্নত - অবনত

উদার - অনুদার

উপকারী - অপকারী

কঠোর - কোমল

কৃতজ্ঞ - অকৃতজ্ঞ

কল্যাণ - অকল্যাণ

কালো - সাদা

কান্না - হাসি

খ্যাতি - অখ্যাতি

খালি - ভরাট

গ্রহণ - বর্জন

ঘন - তরল

ঘুমন্ত - জাগ্রত

চেনা - অচেনা

চিরকাল - ক্ষণকাল

চঞ্চল - শান্ত

জয় - পরাজয়

জোয়ার - ভাটা

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে