শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চবিতে 'রোড টু বিসিএস' সেমিনার অনুষ্ঠিত

চবি প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো 'রোড টু বিসিএস' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চবির ক্যারিয়ার ক্লাবের (সিইউসিসি) আয়োজনে ও লজেন্সের পৃষ্ঠপোষকতায় এই ব্যতিক্রমী সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা। বিসিএসের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এই সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়াম গ্যালারিতে ৬ ফেব্রম্নয়ারি পাঁচ শতাধিক শিক্ষার্থীর সশরীরে অংশগ্রহণে এই সেমিনার সম্পন্ন হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ডক্টর শিরীণ আখতার। প্রধান আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ার পাশা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান। উপ কর কমিশনার আব্দুলস্নাহ ইউসুফ, চট্টগ্রাম জেলা প্রশাসন সিনিয়র সহকারী কমিশনার এবং কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খিসা। স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মডারেটর আফজালুর রহমান।

প্রসঙ্গত, ক্যারিয়ার ক্লাব দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেশন, সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে