ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১২ মে সোমবার বিকালে রাণীশংকৈল রামরাই দিঘীর পাড়ে উপজেলা কৃষক দলের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক মাহামুদুন নবী পান্না বিশ্বাস, সাবেক সহ-সভাপতি প্রভাষক কবির হোসেন, প্রভাষক মোস্তফা কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মাস্টার,দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, কৃষক দলের সহ-সভাপতি মাসুদ রানা।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও কৃষক দলের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সম্পাদক, গোলাম মোস্তফা। শেষে উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক রাণীশংকৈল উপজেলা কৃষক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।