সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
আজ তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

৯ম শ্রেণির বাংলা ১ম পত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৩ মার্চ ২০২৩, ০০:০০
৯ম শ্রেণির বাংলা ১ম পত্র
৯ম শ্রেণির বাংলা ১ম পত্র

কপোতাক্ষ নদ

৪৭. 'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল বিন্যাস কেমন?

1

উত্তর : কখকখকখখক।

৪৮. 'কপোতাক্ষ নদ' কবিতার শেষ ছয় চরণের অন্ত্যমিল বিন্যাস কোনটি?

উত্তর : গঘগঘগঘ।

৪৯. কপোতাক্ষ নদ সাগরকে কী দেয়?

উত্তর : জলরূপ কর।

৫০. 'নিশা'- অর্থ কী?

উত্তর : রাত্রি।

৫১. ্তুঝড়হহবঃ, শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তর : ইতালি শব্দ ্তুঝড়হহবঃঃড়্থ.

৫৩. ্তুঝড়হহবঃঃড়্থ-এর অর্থ কী?

উত্তর : মৃদু ধ্বনি।

৫৪. মাইকেল মধুসূদন দত্ত কত তারিখে পরলোক গমন করেন?

উত্তর : ১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৯ জুন।

৫৫. মাইকেল মধুসূদন দত্ত কার অনুসরণে চতুর্দশপদী কবিতাবলি/সনেট রচনা করেন?

উত্তর : ইতালির কবি পেত্রার্ক এবং ইংল্যান্ডের কবি উইলিয়াম শেক্সপিয়র।

৫৬. মাইকেল মধুসূদন রচিত ও প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কী?

উত্তর : ঈধঢ়ঃরাব খধফু (১৮৪৯ সালে)।

অনুধাবনমূলক প্রশ্ন

১। 'স্নেহের তৃষ্ণা' বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর : জন্মভূমির প্রতি গভীর মমতায় মাতৃদুগ্ধরূপী কপোতাক্ষ নদের জলে তৃষ্ণা নিবারণের আকাঙ্ক্ষাকে স্নেহের তৃষ্ণা বলা হয়েছে। প্রবাসে থাকাকালে কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমির প্রতি গভীর স্মৃতিকাতরতা অনুভব করেছেন। শৈশবের মধুর স্মৃতি কবিকে আচ্ছন্ন করেছিল। তাই প্রবাসে বসেও তিনি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পেয়েছেন। কবি বহু দেশ ঘুরে বহু নদ-নদী দেখেছেন; কিন্তু কারও জলেই যেন তার তৃষ্ণা নিবারণ হয় না। তিনি কপোতাক্ষের জলেই শুধু স্নেহের তৃষ্ণা মেটাতে চান।

২। 'দুগ্ধ স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে'- কথাটির অর্থ ব্যাখ্যা করো।

উত্তর : উপমায় মায়ের স্তনের অমূল্য দুগ্ধের সঙ্গে স্বদেশ ও শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের প্রতি গভীর মমত্ববোধ তুলনা করা হয়েছে আলোচ্য চরণে।

প্রবাসে বসবাস করলেও স্বদেশকে গভীরভাবে ভালোবাসেন 'কপোতাক্ষ নদ' কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত।

বিশেষভাবে তাকে আলোড়িত করে তার শৈশব-কৈশোরের স্মৃতিঘেরা কপোতাক্ষ নদ। এই নদীর সাথে কবির যেন নাড়ির সম্পর্ক বিদ্যমান। কবিতায় জন্মভূমিকে তিনি মা হিসেবে কল্পনা করেছেন। আর কপোতাক্ষ নদকে কল্পনা করেছেন সেই মায়ের স্তনের অমূল্য দুগ্ধ হিসেবে। এর মাধ্যমে কপোতাক্ষ নদের প্রতি কবির অত্যন্ত গভীর অনুরাগের প্রমাণ পাওয়া যায়।

৩। 'আর কি হে হবে দেখা?' - কবির এই আক্ষেপের কারণ কী?

উত্তর : দূর পরবাসে থাকার কারণে কবির মনে শঙ্কা জেগেছে তার প্রিয় নদের সান্নিধ্য লাভ নিয়ে।

কবি সুদূর ফ্রান্সে বসে কপোতাক্ষ নদকে স্মরণ করে আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি দূরে বসেও কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। তিনি আবার তার ছোটবেলার স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের সাক্ষাৎ পেতে চান। কিন্তু দূরে থাকায় তার সংশয় হয় আর কখনো কপোতাক্ষ নদের কাছে ফিরে যেতে পারবেন কিনা তা নিয়ে। তাই কবি প্রশ্নোক্ত আশঙ্কা করেছেন।

৪। 'ভ্রান্তির ছলনে' বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর : 'ভ্রান্তির ছলনে' বলতে কল্পনায় মানুষ যা ভাবে তার বাস্তব কোনো ভিত্তি নেই, তবুও কপোতাক্ষ নদের স্রোতধারার কথা কল্পনা করে কবির মানসিক প্রশান্তি লাভের কথা বোঝানো হয়েছে।

সুদূর ফ্রান্সে বসবাস করলেও মাইকেল মধুসূদন দত্ত ভুলতে পারেননি তার প্রিয় কপোতাক্ষ নদের কথা। প্রতিনিয়তই তিনি নিভৃতে কল্পনা করেন সেই নদীর কলকল ধ্বনির কথা। কল্পনায় মানুষ যা ভাবে তার বেশির ভাগই বাস্তব কোনো ভিত্তি নেই। একই ভাবে কবির কল্পনাও আশাবাদে ঘেরা মিথ্যা এক মায়া মাত্র। কবি এ বিষয়টি জানেন। তবুও মনকে শান্ত করার জন্য বারবার কপোতাক্ষ নদের কথা ভাবেন তিনি।

৫। কবি সর্বদা কপোতাক্ষ নদের কথা মনে করেন কেন?

উত্তর : কপোতাক্ষ নদের প্রতি গভীর ভালোবাসা থাকায় কবি সর্বদা এই নদের কথা মনে করেন।

'কপোতাক্ষ নদ' কবিতার কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। তাই নদটি যেন তার আত্মার সাথে মিশে গেছে। সুদূর ফ্রান্সে অবস্থান করেও তিনি যেন এই নদের কলকল শব্দ শুনতে পান। জন্মভূমির এই নদ যেন কবিকে মায়ের স্নেহভারে বেঁধেছে। তাই তিনি কপোতাক্ষ নদের কথা ভুলতে পারেন না।

৬। 'কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?'- কথাটি বুঝিয়ে লেখো।

উত্তর : কপোতাক্ষ নদের সান্নিধ্যে থেকে কবি যে স্নেহ-মমতার স্বাদ পেয়েছেন তা অনন্য- এ কথাটিই উঠে এসেছে আলোচ্য উক্তিটিতে।

কপোতাক্ষ নদের পাড়ে মধুসূদন দত্তের আনন্দমুখর শৈশব-কৈশোর কেটেছে। নদের প্রাকৃতিক পরিবেশ কবিকে যেন মায়ের মমতায় বেঁধেছে। প্রবাসে গিয়ে কবি অনেক নদ-নদীর সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছেন। কিন্তু তার কোনোটিকেই কপোতাক্ষ নদের মতো প্রশান্তিময় বলে মনে হয়নি তার। তাই তিনি কবিতায় আলোচ্য প্রশ্নটি করেছেন।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে