সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
সাত দফা দাবি

কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও

যাযাদি ডেস্ক
  ১৯ মে ২০২৫, ১৩:০১
আপডেট  : ১৯ মে ২০২৫, ১৪:০২
কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও
ঢাকা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলা

সাত দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১ দিকে জেলা প্রশাসক কার্যলয় ঘেরাওয়ের আগে তারা কলেজ ক্যাম্পাসে জড়ো হন। পরে কলেজের একটি প্রতিনিধিদল ডিসি অফিসের অভ্যন্তরে তাদের দাবি-দাওয়া নিয়ে প্রবেশ করেন।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীরা নানা সংকট ও সমস্যার মধ্যে দিয়ে তাদের শিক্ষাজীবন অতিবাহিত করছেন। দীর্ঘদিন ধরে হল সংস্কার, পরিবহন সংকট, শ্রেণিকক্ষ সংকটের দাবি জানানো হলেও আদতে এর কোনো সমাধান হয়নি। এবার কলেজের সব সমস্যা সমাধানে শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে একত্রিত হয়েছেন। সাত দফা দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এই ছাত্রনেতা।

1

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ১৫৩ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কবি নজরুল সরকারি কলেজ দাঁড়িয়ে থাকলেও এখনো শির উঁচু করে দাঁড়াতে পারেনি। শির উঁচু করে দাঁড়াতে আমাদের যৌক্তিক দাবি আদায় ছাড়া কোনো বিকল্প নেই।

তারা বলেন, কবি নজরুল সরকারি কলেজ রাজধানীর প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হলেও এটি নানান সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা তাদের যুক্তিযুক্ত দাবি তুলে ধরলেও তার কার্যকরী কোনো ফলাফল চোখে পড়েনি। তাই এবার শিক্ষার্থীরা নিজেদের যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়েছে।

এর আগে গত ৭ মে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের সাত দফা দাবি হচ্ছে

১. দীর্ঘদিন সংস্কারবিহীন ছাত্রাবাস সংস্কার ও নতুন জায়গায় হল নির্মাণ।

২. ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা নতুন হল নির্মাণ।

৩. পর্যাপ্ত সংখ্যক বাসসহ পরিবহন ব্যবস্থা চালু।

৪. শ্রেণিকক্ষ সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ।

৫. ক্যাম্পাস সম্প্রসারণে নতুন জায়গা বরাদ্দ।

৬. ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন অবকাঠামো গড়ে তোলা।

৭. শিক্ষক সংকট দ্রুত সমাধান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে