বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০

পঞ্চম অধ্যায়

২৬। বড়দের সালাম দেওয়া আমাদের সমাজের একটি রীতি। এই রীতি আয়ত্ত করার প্রক্রিয়াকে বলে-

(ক) সামাজিকীকরণ (খ) সামাজিক আদর্শ

(গ) সামাজিক মূল্যবোধ (ঘ) সামাজিক শিষ্টাচার

সঠিক উত্তর : (ক) সামাজিকীকরণ

২৭। গণমাধ্যমের উপাদান কোনটি?

(ক) টুইটার (খ) চলচ্চিত্র

(গ) স্কাইপি (ঘ) ই-মেইল

সঠিক উত্তর : (খ) চলচ্চিত্র

২৮। জনসাধারণের নিকট সংবাদ, মতামত ও বিনোধন পরিবেশনের মাধ্যম কোনটি?

(ক) সংবাদপত্র (খ) ফ্যাক্স

(গ) গণমাধ্যম (ঘ) ইন্টারনেট

সঠিক উত্তর : (গ) গণমাধ্যম

২৯। নিচের কোনটি দেশ বা দেশের বাহিরের মানুষের সঙ্গে যোগাযোগ সহজ করেছে?

(ক) ফেসবুক (খ) ই-মেইল

(গ) ফ্যাক্স (ঘ) ইন্টারনেট

সঠিক উত্তর : (ঘ) ইন্টারনেট

৩০। শৈশবে সমবয়সিদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ কেমন থাকে?

(ক) অপ্রতিরোধ্য (খ) প্রতিরোধ্য

(গ) স্বাভাবিক (ঘ) অস্বাভাবিক

সঠিক উত্তর : (ক) অপ্রতিরোধ্য

৩১। শিশুরা সঙ্গীদের মাধ্যমে কী অর্জন করে?

(ক) টাকা-পয়সা (খ) নেতৃত্ব-সহনশীলতা

গ) অনুভূতিপ্রবণতা (ঘ) মেধা-প্রজ্ঞা

সঠিক উত্তর : (খ) নেতৃত্ব-সহনশীলতা

৩২। বর্তমানে সমাজিকীকরণে সক্রিয় ভূমিকা পালন করছে কোনটি?

(ক) মোবাইল (খ) উৎসব

(গ) ইন্টারনেট (ঘ) ক্লাব

সঠিক উত্তর : (গ) ইন্টারনেট

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও:

নাছির ও সালামত একটি বিষয় নিয়ে আলোচনা করছিল। নাছির বলল, এ বিষয়টি ছাড়া কোনো মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে না। তখন সালামত বলল, এ বিষয়টির দ্বারা নিজ দেশ ও সমাজ এমনকি বহির্জগৎ সম্পর্কে জ্ঞানার্জন করা যায়।

৩৩। নাছির ও সালামতের আলোচনার বিষয়টি কোন বিষয়কে নির্দেশ করে?

(ক) ভাষা (খ) অর্থ

(গ) শিক্ষা (ঘ) বিনোদন

সঠিক উত্তর : (ক) ভাষা

৩৪। নাছির ও সালামতের আলোচনার বিষয়টির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-

(র) মানুষের ব্যক্তিত্বকে প্রভাবিত করে

(রর) সংস্কৃতির বিষয় সঞ্চারিত হয়

(ররর) সহযোগিতা বৃদ্ধি পায়।

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও ররর

(ঘ) র ও রর

সঠিক উত্তর : (ঘ) র ও রর

৩৫। শহরের শিশুদের আচরণে পারস্পরিক সহযোগিতামূলক আচরণ গড়ে ওঠে না কেন?

(ক) পাড়া-প্রতিবেশীদের জন্য

(খ) আমলাতান্ত্রিক জটিলতার জন্য

(গ) একক পরিবারে বেড়ে ওঠার জন্য

(ঘ) খেলার বন্ধুদের জন্য

সঠিক উত্তর : (গ) একক পরিবারে বেড়ে ওঠার জন্য

৩৬। শহরের শিশুরা সাধারণত কোন পরিবেশে বেড়ে ওঠে?

(ক) একক পরিবারে (খ) যৌথ পরিবারে

(গ) পিতৃতান্ত্রিক পরিবারে (ঘ) শিশু পরিবারে

সঠিক উত্তর : (ক) একক পরিবারে

৩৭। গ্রামীণ পরিবেশে শিশু কীভাবে বেড়ে ওঠে?

(ক) বাবা-মায়ের সঙ্গে

(খ) পরিবারের সঙ্গে

(গ) আত্মীয়স্বজনের মাঝে

(ঘ) পরিবারসহ আত্মীয়স্বজনের মাঝে

সঠিক উত্তর :(ঘ) পরিবারসহ আত্মীয়স্বজনের মাঝে

৩৮। কীভাবে বাংলাদেশের সমাজব্যবস্থা গড়ে উঠেছে?

(ক) গ্রাম নিয়ে

(খ) গ্রাম ও শহর নিয়ে

(গ) শহর নিয়ে

(ঘ) সুশীলসমাজ নিয়ে

সঠিক উত্তর : (খ) গ্রাম ও শহর নিয়ে

৩৯। বাংলাদেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ হয় কোন পরিবেশে?

(ক) প্রাকৃতিক পরিবেশে (খ) সামাজিক পরিবেশে

(গ) গ্রামীণ পরিবেশে (ঘ) শহুরে পরিবেশে

সঠিক উত্তর : (গ) গ্রামীণ পরিবেশে

৪০। গ্রামের মানুষের সামাজিকীকরণে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে-

(র) আর্থিক প্রতিষ্ঠান

(রর) সামাজিক প্রতিষ্ঠান

(ররর) ধর্মীয় প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) রর ও ররর

৪১। কোন মাধ্যমটি শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে?

(ক) অনুকরণ (খ) অনুসরণ

(গ) সংস্কৃতির চর্চা (ঘ) ভাষা

সঠিক উত্তর : (ঘ) ভাষা

৪২। গ্রামীণ পরিবেশে শিশু বেড়ে ওঠে-

(র) নিজ পরিবারের মাঝে

(রর) পাড়া-প্রতিবেশীর মাঝে

(ররর) আত্মীয়স্বজনের মাঝে

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) ররর

(গ) রর ও ররর (ঘ) র ও ররর

সঠিক উত্তর : (ঘ) র ও ররর

৪৩। ভাষার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়-

(র) নিজের দেশ সম্পর্কে

(রর) নিজের সমাজ সম্পর্কে

(ররর) বহির্জগৎ সম্পর্কে

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

৪৪। ভাষার মাধ্যমে কোন কাজটি করা হয়?

(ক) শিক্ষাগ্রহণ

(খ) সহযোগিতা

(গ) স্থানীয় সমাজ গড়ে ওঠে

(ঘ) অনুমান লাভ হয়

সঠিক উত্তর : (ক) শিক্ষাগ্রহণ

৪৫। ব্যক্তি কীসের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে?

(ক) শিক্ষা (খ) ভাষা

(গ) ভাষণ (ঘ) সংস্কৃতি

সঠিক উত্তর : (খ) ভাষা

৪৬। সমাজের সুনির্দিষ্ট নিয়মনীতি আয়ত্ত করতে হয়-

(র) সমাজের কাঙ্ক্ষিত আচরণের জন্য

(রর) ব্যক্তির সুস্থ জীবনের জন্য

(ররর) ভাষার প্রতিযোগিতার জন্য

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে