শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ০২ এপ্রিল ২০২৩, ০০:০০

পঞ্চম অধ্যায়

১১৯। সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী মাধ্যম কোনটি?

(ক) পরিবার (খ) ই-মেইল

(গ) শিক্ষা প্রতিষ্ঠান (ঘ) সমবয়সি বন্ধু

\হসঠিক উত্তর : (ক) পরিবার

১২০। স্থানীয় সমাজের অন্তর্ভুক্ত কোনটি?

(ক) সাংস্কৃতিক সংঘ (খ) গণমাধ্যম

(গ) নাটক (ঘ) টেলিভিশন

সঠিক উত্তর : (ক) সাংস্কৃতিক সংঘ

১২১। বর্তমানে পুরো পৃথিবী পরিণত হয়েছে-

(ক) বিশ্বপলস্নীতে (খ) বিশ্ববাজারে

(গ) দখলদারে (ঘ) বিজ্ঞান জগতে

সঠিক উত্তর : (ক) বিশ্বপলস্নীতে

১২২। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় যে মাধ্যমে প্রসারিত হয়-

(ক) টেলিভিশনে (খ) উৎসবে

(গ) ভাষার (ঘ) শিক্ষা প্রতিষ্ঠানে

সঠিক উত্তর : (গ) ভাষার

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৩ এবং ১২৪নং প্রশ্নের উত্তর দাও :

সফিক হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়াতে নিয়ে যাওয়া হয়। এখন সে সুস্থ। দেশে ফিরে এসে প্রতিমাসেই সফিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারের সঙ্গে কথা বলে পরামর্শ নেয়।

১২৩। উদ্দীপকে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে?

(ক) সামাজিকীকরণ

(খ) আকাশ সংস্কৃতি

(গ) উন্নত চিকিৎসা

(ঘ) বিশ্বায়ন

সঠিক উত্তর : (ঘ) বিশ্বায়ন

১২৪। উক্ত বিষয়টির প্রভাব হলো-

(র) বিশ্বপলস্নীর ধারণা সৃষ্টি হওয়া

(রর) সমাজ ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি

(ররর) ধর্মীয় অনুশাসন বৃদ্ধি।

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

১২৫। অশ্লীল ও কুরুচিপূর্ণ চলচ্চিত্র মানুষের কোন বোধটির অবনতি ঘটায়?

(ক) মূল্যবোধের (খ) সৃজনশীলতার

(গ) আচরণের (ঘ) মেধার

সঠিক উত্তর : (ক) মূল্যবোধের

১২৬। শিশু অঙ্গীভূতকরণকে আত্মস্থ করে-

(ক) বিনোদন হিসেবে

(খ) শিক্ষা হিসেবে

(গ) হিংসা করে

(ঘ) বড়দের দেখে

সঠিক উত্তর : (ক) বিনোদন হিসেবে

১২৭। বেতারের মাধ্যমে মানুষের মধ্যে-

(ক) সংস্কৃতিবোধ সৃষ্টি হয়

(খ) সহমর্মিতা বৃদ্ধি পায়

(গ) গণসচেতনতা বৃদ্ধি পায়

(ঘ) সংস্কৃতিবোধ সৃষ্টি ও গণসচেতনতা বৃদ্ধি পায়

সঠিক উত্তর : (ঘ) সংস্কৃতিবোধ সৃষ্টি ও গণসচেতনতা বৃদ্ধি পায়

১২৮। কোন পদ্ধতিতে অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়?

(ক) ই-কমার্স (খ) ই-মেইল

(গ) ফেসবুক (ঘ) জোরিপা

সঠিক উত্তর : (ক) ই-কমার্স

১২৯। সামাজিকীকরণের বাহন হিসেবে কীসের গুরুত্ব অপরিসীম?

(ক) তথ্যচিত্র (খ) সংবাদ

(গ) বায়োস্কোপ (ঘ) প্রজেক্টর

সঠিক উত্তর : (খ) সংবাদ

১৩০। ফেসবুকের মাধ্যমে ব্যক্তি করে থাকে-

(র) যোগাযোগ ও ভাব বিনিময়

(রর) অর্থের লেনদেন

(ররর) আবেগ ও ইচ্ছা প্রকাশ।

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

১৩১। প্রচারমাধ্যমগুলোর প্রচারণা কার মনে গভীর রেখাপাত করে?

(ক) ব্যক্তির (খ) সমাজের

(গ) পরিবারের (ঘ) ধর্মীয় নেতার

সঠিক উত্তর : (ক) ব্যক্তির

১৩২। লোকসংস্কৃতির দ্বারা যেসব গুণ অর্জন করা যায়-

(র) দেশপ্রেম (রর) সহযোগিতা (ররর) সহমর্মিতা

নিচের কোনটি সঠিক?

(ক) রও রর (খ) ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

১৩৩। শিশু-কিশোরদের সমাজ স্বীকৃত আচরণ করতে উৎসাহিত করে-

(র) ভালো কাজের প্রশংসার মধ্যদিয়ে

(রর) খারাপ কাজের সমালোচনার মধ্যদিয়ে

(ররর) খেলাধুলার মধ্যদিয়ে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

১৩৪। গণমাধ্যম কী?

(ক) সংবাদ পরিবেশন

(খ) সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন

(গ) ধ্যান-ধারণা পরিবেশন

(ঘ) আচরণ-দৃষ্টিভঙ্গি পরিবেশন

সঠিক উত্তর : (খ) সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন

১৩৫। শিশু-কিশোররা কার গন্ডিতে থাকলে সহজেই সমাজ স্বীকৃত আচরণ শেখে?

(ক) প্রতিবেশীর

(খ) পরিবারের

(গ) আত্মীয়স্বজনের

(ঘ) শিক্ষকদের

সঠিক উত্তর : (খ) পরিবারের

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে