শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পাবিপ্রবিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ৩১ মে ২০২৩, ০০:০০
পাবিপ্রবিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
পাবিপ্রবিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিসিএসআইআর-এর সভাকক্ষে ২৮ মে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন এবং বিসিএসআইআর-এর পক্ষে ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মো. আফতাব আলী শেখ। উপাচার্য আগামী ৫ জুন বিশ্ববিদ্যালয় দিবসে বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মো. আফতাব আলী শেখকে পাবিপ্রবিতে আসার আমন্ত্রণ জানান। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে পাবিপ্রবির পক্ষে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর কে এম সালাহ্‌ উদ্দীন এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। বিসিএসআইআর-এর পক্ষে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর অতিরিক্ত সচিব জাকির হোসাইন, জ্যেষ্ঠ বিজ্ঞানী সরোয়ার জাহান, শাহ্‌ আব্দুল তারিক, নাহিদ শারমিন, ডক্টর শাহিন আজিজ এবং যুগ্ম সচিব হাবিবুর রহমান। এই চুক্তির আওতায় দুই পক্ষ যেসব কার্যক্রম করবে- উভয় প্রতিষ্ঠান গবেষণা প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করবে, জার্নাল বিনিময় করতে পারবে, বৈজ্ঞানিক ও কারিগরি তথ্য আদান-প্রদান করতে পারবে, উভয় প্রতিষ্ঠান বৈজ্ঞানিক এবং কারিগরি কনফারেন্স, সেমিনার এবং সিম্পোজিয়াম একসঙ্গে করার সুযোগ পাবে, পোস্ট গ্র্যাজুয়েট, এমফিল এবং পিএইচডি শিক্ষার্থীরা গবেষণা করার সুযোগ পাবে, দুই প্রতিষ্ঠানের গবেষকরা উভয় প্রতিষ্ঠানে পরিদর্শন করতে পারবেন; শিক্ষক, গবেষক, বৈজ্ঞানিক স্টাফ এবং শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে