সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

বিষয় :সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

২ মার্চ, ১৯৭১ :ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সভায় আ স ম আব্দুর রব কর্তৃক স্বাধীন বাংলার পতাকা প্রদর্শন ও উত্তোলন।

৩ মার্চ, ১৯৭১ : বঙ্গবন্ধু কর্তৃক অসহযোগ আন্দোলনের ডাক।

৩ মার্চ, ১৯৭১ :জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিবাদে পল্টনে জনসভায় শেখ মুজিব কর্তৃক 'অহিংস অসহযোগ আন্দোলনের ডাক'।

৭ মার্চ, ১৯৭১ : রেসকোর্স ময়দানে [বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান] বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ডাক।

৭ মার্চ, ১৯৭১ :রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ 'এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'

১৬ মার্চ, ১৯৭১ :বঙ্গবন্ধু ইয়াহিয়া-ভুট্টো বৈঠক।

২২ মার্চ, ১৯৭১ :বঙ্গবন্ধু-ইয়াহিয়া ভুট্টো বৈঠক।

২৩ মার্চ, ১৯৭১ :নিজ বাসভবনে বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের পতাকা উত্তোলন।

২৫ মার্চ, ১৯৭১ :রাত ১১টার পর থেকে সারাদেশে পাক বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ শুরু।

২৫ মার্চ, ১৯৭১ :মধ্যরাতে সারা ঢাকায় সর্বশ্রেণির জনগণের ওপর পাকিস্তান সেনাবাহিনীর অতর্কিত সামরিক হামলা।

২৬ মার্চ, ১৯৭১ :বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা।

২৭ মার্চ, ১৯৭১ :চট্টগ্রামের কালুরঘাট থেকে 'স্বাধীন বাংলা বেতার চালু। মেজর জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষণা প্রচার।

১০ এপ্রিল, ১৯৭১ :মুজিবনগরের বৈদ্যনাথ তলার মেহেরপুরে প্রথম অস্থায়ী সরকার গঠন।

১৭ এপ্রিল, ১৯৭১ :মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন ও শপথ গ্রহণ।

৬ ডিসেম্বর, ১৯৭১ :ভারত কর্তৃক স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দান।

১৬ ডিসেম্বর, ১৯৭১ :৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধ শেষে রেসকোর্সে বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের নিকট

পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে