শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চতুর্থ শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ১১ অক্টোবর ২০২৩, ০০:০০

প্রশ্ন: প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কী কী?

উত্তর: প্রাথমিক চিকিৎসার কিছু সাধারণ নিয়ম রয়েছে। যেমন-

ক. সাহায্য চাওয়া : সর্বপ্রথম আমাদেরকে বড় কাউকে ডাকতে হবে বা জরুরি সেবার জন্য সাহায্য চাইতে হবে।

খ. নিজেকে নিরাপদ রাখা : আহত কোনো ব্যক্তিকে সাহায্যের পূর্বে আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা নিজেরাই দুর্ঘটনায় পড়তে পারি।

গ. আহত ব্যক্তিকে স্থির রাখা :প্রয়োজন ছাড়া আহত ব্যক্তিকে নাড়াচাড়া না করা।

ঘ. আহত ব্যক্তিকে শান্ত রাখা : আহত ব্যক্তিকে উৎসাহমূলক কথা বলে শান্ত রাখা।

প্রশ্ন:আমরা পানিতে ডুবতে থাকা কোনো মানুষকে কীভাবে উদ্ধার করব?

উত্তর:পানিতে ডুবতে থাকা ব্যক্তিকে উদ্ধারের জন্য আমরা তার হাতের নাগালে লম্বা দড়ি বা লাঠি ধরব। তা না হলে ভেসে থাকতে পারে এমন বস্ত যেমন-বড় কাঠের টুকরা, কলাগাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে দেব, ডুবতে থাকা ব্যক্তি যেন সেটি ধরে ভাসতে পারে ও ওঠে আসতে পারে। একা একা সাঁতার কেটে উদ্ধারের চেষ্টা করব না। এতে করে নিজের ডুবে যাওয়ার আশঙ্কা থাকে।

প্রশ্ন:সাপে কাটা কীভাবে প্রতিরোধ করা যায়?

উত্তর:আমরা বিভিন্ন উপায়ে সাপে কাটা প্রতিরোধ করতে পারি। যেমন-

ক. সাপ নিয়ে নাড়াচাড়া বা খেলাধুলা করব না।

খ. সাপ থাকতে পারে এমন জায়গা যেমন-ঘন ঘাস বা ঝোপঝাড়, ইট বা পাথরের ফাঁক, গর্ত ইত্যাদি এড়িয়ে চলতে হবে।

গ. জঙ্গল বা ঝোপঝাড়ে যেতে হলে অবশ্যই লম্বা লাঠি ব্যবহার করতে হবে।

ঘ. রাতে চলাফেরার সময় টর্চ লাইট বা অন্য বাতি ব্যবহার করতে হবে।

ঙ. বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে সাপ লুকিয়ে থাকতে না পারে।

প্রশ্ন: দুর্ঘটনায় পড়া কোনো মানুষ শ্বাস না নিলে আমরা কী করব?

উত্তর: দুর্ঘটনায় পড়া কোনো মানুষ শ্বাস না নিলে আমরা যা করব তা হলো-

ক. রোগীকে চিত করে শুইয়ে দিতে হবে এবং থুতনি আলতো করে উপরে তুলে ধরতে হবে।

খ. রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফুঁ দিতে হবে, যতক্ষণ না রোগীর বুক ফুলে ওঠে। তবে মাঝে মাঝে রোগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে। এতে রোগীর বুক ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে পুনরায় ফুঁ দিতে হবে।

একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হয়।

প্রশ্ন: দুর্ঘটনার ফলে কী হয়?

উত্তর: দুর্ঘটনার ফলে আমাদের শরীর ও সম্পদের ক্ষতি হয়।

প্রশ্ন: আমরা কীভাবে পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি?

উত্তর: সাঁতার শিখে আমরা পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি।

প্রশ্ন: কোন অঞ্চলের মানুষ বেশি সাপে কাটার শিকার হয়?

উত্তর: সাধারণত গ্রামাঞ্চলের মানুষ বেশি সাপে কাটার শিকার হয়।

প্রশ্ন: অগ্নিকান্ড ঘটতে পারে কীভাবে?

উত্তর: রান্নার সময় অসাবধানতা, মোমবাতি বা কুপিবাতি ব্যবহারে অসতর্কতা, বৈদু্যতিক শর্টসার্কিট, জ্বলন্ত বিড়ি, দিয়াশলাইয়ের কাঠি ইত্যাদির মাধ্যমে অগ্নিকান্ড ঘটতে পারে।

প্রশ্ন: অগ্নিকান্ড প্রতিরোধের একটি উপায় লেখ।

উত্তর: সহজে আগুন ধরে এমন সব বস্তু যেমন-কাগজ, কাপড়, শুকনো কাঠ ইত্যাদি তাপ ও আগুনের শিখা থেকে যথাসম্ভব দূরে রাখা অগ্নিকান্ড প্রতিরোধের একটি উপায়।

প্রশ্ন: প্রাথমিক চিকিৎসা কী?

উত্তর: ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার পূর্বে অসুস্থ বা আহত কোনো ব্যক্তিকে দ্রম্নম্নত সাময়িক সেবা দেওয়া বা চিকিৎসার ব্যবস্থা করাই হলো প্রাথমিক চিকিৎসা।

প্রশ্ন: কোনো পোড়া স্থানে কতক্ষণ পানি ঢালতে হয়?

উত্তর: কোনো পোড়া স্থানে কমপক্ষে ১০ মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে।

প্রশ্ন: সামান্য আগুনে পোড়া স্থানে কী লাগাতে হয়?

উত্তর: সামান্য আগুনে পোড়া স্থানে বার্নল বা পানি নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে।

প্রশ্ন: পানিতে ডোবা রোগীর বুকে কতবার হাত দিয়ে চাপ দিতে হবে?

উত্তর: পানিতে ডোবা রোগীর বুকে প্রায় ৩০ বার হাত দিয়ে চাপ দিতে হবে।

প্রশ্ন: বিদু্যৎস্পৃষ্ট হওয়া কাকে বলে?

উত্তর: শরীরের কোনো অঙ্গ বিদু্যৎ উৎসের সংস্পর্শে এলে আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। যেমন-পুড়ে যেতে পারি অথবা হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা যেতে পারি। এই ধরনের দুর্ঘটনাকে বিদু্যৎস্পৃষ্ট হওয়া বলে।

প্রশ্ন: বিদু্যৎস্পৃষ্ট ব্যক্তিকে ধরা যাবে না কেন?

উত্তর: বিদু্যৎস্পৃষ্ট ব্যক্তিকে ধরলে উদ্ধারকারী নিজেও বিদু্যৎস্পৃষ্ট হয়ে পড়বে। তাই বিদু্যৎস্পৃষ্ট ব্যক্তিকে ধরা যাবে না।

প্রশ্ন: ডাক্তার না আসা পর্যন্ত সাপে কাটার স্থানে কী করতে হবে?

উত্তর: ডাক্তার না আসা পর্যন্ত সাপে কাটার স্থানের একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হবে।

প্রশ্ন: বিদু্যৎস্পৃষ্ট ব্যক্তি শ্বাস না নিলে কী করতে হবে?

উত্তর: বিদু্যৎস্পৃষ্ট ব্যক্তি শ্বাস না নিলে তার নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফুঁ দিতে হবে, যতক্ষণ না রোগীর বুক ফুলে ওঠে। তবে মাঝে মাঝে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে এবং বুকে চাপ প্রয়োগ করতে হবে।

প্রশ্ন:কাউকে পানিতে ডুবতে দেখলে কী করা উচিত?

উত্তর:কাউকে পানিতে ডুবতে দেখলে সাহায্যের জন্য বড়দের ডাকা এবং জরুরি বোর জন্য কাউকে পাঠানো উচিত।

প্রশ্ন:প্রাথমিক চিকিৎসার নিয়মগুলো লেখ।

উত্তর: প্রাথমিক চিকিৎসার নিয়মগুলো হলো-

১) সাহায্য চাওয়া, ২) নিজেকে নিরাপদ রাখা, ৩) আহত ব্যক্তিকে স্থির রাখা এবং ৪) আহত ব্যক্তিকে শান্ত রাখা।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে