সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন :সম্পদ কত প্রকার ও কী কী?
উত্তর :সম্পদ দুই প্রকার, যথা- ১) সামাজিক ও ২) রাষ্ট্রীয় সম্পদ।
প্রশ্ন :পাঁচটি সামাজিক সম্পদের নাম লেখ।
উত্তর :পাঁচটি সামাজিক সম্পদ হলো- ১) বিদ্যালয়, ২) পাঠাগার, ৩) হাসপাতাল, ৪) উপাসনালয় ও ৫) রাস্তা।
প্রশ্ন :পাঁচটি রাষ্ট্রীয় সম্পদের নাম লেখ।
উত্তর :পাঁচটি রাষ্ট্রীয় সম্পদ হলো- ১) দেশের ভূমি; ২) সাগর ও নদ-নদীর পানি; ৩) বন; ৪) প্রাকৃতিক গ্যাস ও ৫) বিদু্যৎ।
প্রশ্ন :হাসপাতাল আমাদের কী কাজে লাগে?
উত্তর :হাসপাতালে ডাক্তার ও নার্সদের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা পেয়ে থাকি।
প্রশ্ন :সামাজিক সম্পদ কাকে বলে?
উত্তর :সমাজ জীবনের নানা রকম প্রয়োজন মেটানোর জন্য মানুষ যে সকল সম্পদ গড়ে তুলেছে সেগুলোকে সামাজিক সম্পদ বলে। যেমন- বিদ্যালয়, পাঠাগার, হাসপাতাল ইত্যাদি।
প্রশ্ন :মানুষ কেন বিদ্যালয় গড়ে তুলেছে?
উত্তর :পড়ালেখা শেখার জন্য মানুষ বিদ্যালয় গড়ে তুলেছে।
প্রশ্ন :পার্কে কী থাকে?
উত্তর :পার্কে নানা ধরনের গাছ ও ফুলের বাগান থাকে। অনেক পার্কে পুকুর অথবা লেক থাকে। আর থাকে আঁকাবাঁকা রাস্তা।
প্রশ্ন :শিশুপার্ক কাকে বলে?
উত্তর :শিশুদের আনন্দ লাভের জন্য যে সকল পার্ক গড়ে তোলা হয় সেগুলোকে শিশুপার্ক বলে।
প্রশ্ন :রাষ্ট্রীয় সম্পদ কাকে বলে?
উত্তর :যে সকল সম্পদ সরকার সরাসরি পরিচালনা করে সেগুলোকে রাষ্ট্রীয় সম্পদ বলে। যেমন- বিদু্যৎ, গ্যাস, পানি ইত্যাদি।
প্রশ্ন :আমরা কোন কোন উৎস থেকে পানি পাই?
উত্তর :আমরা সাগর, নদ-নদী এবং বড় বড় হাওড়-বাঁওড় ইত্যাদি থেকে পানি পাই।
প্রশ্ন :বন আমাদের প্রয়োজন কেন?
উত্তর :বনে অনেক রকম গাছ জন্মে। অনেক ধরনের পশু ও পাখি বাস করে। বনের গাছ ও পশু-পাখি আমাদের নানা প্রয়োজন মেটায়। এসব কারণেই আমাদের বন প্রয়োজন।
প্রশ্ন :আমরা রান্নার কাজে কোন গ্যাস ব্যবহার করি?
উত্তর :আমরা রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি।
প্রশ্ন :বিদু্যৎ কোন ধরনের সম্পদ? আমরা কোন চারটি কাজে বিদু্যৎ ব্যবহার করি?
উত্তর :বিদু্যৎ প্রাকৃতিক সম্পদ। আমরা যে চারটি কাজে বিদু্যৎ ব্যবহার করি। যেমন-
র. আমরা ঘরবাড়ি, অফিস-আদালত, শিল্পকারখানায় বিদু্যৎ ব্যবহার করি।
রর. পাখা, টেলিভিশন, রেডিও, কম্পিউটার ইত্যাদি চালাতে আমরা বিদু্যৎ ব্যবহার করি।
ররর. শিল্পকারখানায় যন্ত্র চালাতে বিদু্যৎ ব্যবহার করা হয়।
রা. কৃষি জমিতে সেচের জন্য আমরা বিদু্যৎ ব্যবহার করি।
এছাড়াও আরও নানা কাজে আমরা বিদু্যৎ ব্যবহার করে থাকি।
প্রশ্ন :সম্পদ কী? চারটি সামাজিক সম্পদের ব্যবহার লেখ।
উত্তর :জীবন-যাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবই হচ্ছে সম্পদ।
চারটি সামাজিক সম্পদের ব্যবহার নিচে লেখা হলো :
বিদ্যালয় :গ্রাম ও শহরের বিভিন্ন বিদ্যালয়ে ছেলেমেয়েরা পড়ালেখা করার সুযোগ পায়।
হাসপাতাল :হাসপাতালে ডাক্তার ও নার্সদের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা পেয়ে থাকি।
ধর্মীয় প্রতিষ্ঠান :সমাজের বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্মীয় রীতিনীতি পালন করেন।
পার্ক :পার্কে পরিবারের সকলে ঘুরে আনন্দ লাভ করে।
প্রশ্ন :রাষ্ট্রীয় সম্পদ কাকে বলে? ৩টি রাষ্ট্রীয় সম্পদের প্রয়োজনীয়তা লেখ। রাষ্ট্রীয় সম্পদ তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
উত্তর :যেসব সম্পদ সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করেন সেগুলোকে রাষ্ট্রীয় সম্পদ বলে।
৩টি রাষ্ট্রীয় সম্পদের প্রয়োজনীয়তা নিচে লেখা হলো:
সড়ক :আমাদের চলাচলের সুবিধার জন্য রাস্তা বা সড়ক ব্যবহার করি।
রেলপথ :অসংখ্য মানুষ রেলগাড়িতে যাতায়াত করেন।
সেতু : সহজ এবং দ্রম্নত যাতায়াতের জন্য বড় বড় নদীর উপর থাকা দীর্ঘ সেতুগুলো আমরা ব্যবহার করি।
রাষ্ট্রীয় সম্পদ তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের।
প্রশ্ন : বিভিন্ন প্রকার সম্পদ রক্ষণাবেক্ষণে তোমার ৫টি
পরামর্শ দাও।
উত্তর : নিজেদের প্রয়োজনে আমরা সম্পদ ব্যবহার করি।
বিভিন্ন প্রকার সম্পদ রক্ষণাবেক্ষণে আমার ৫টি পরামর্শ নিচে দেওয়া হলো :
র. সব ধরনের সম্পদ ব্যবহারে আমাদেরকে যত্নবান হতে হবে।
রর. আমরা পানি, গ্যাস, বিদু্যৎ ইত্যাদি প্রয়োজনমতো ব্যবহার করব।
ররর. কখনও সম্পদের অপচয় করব না।
রা. সড়ক, রেলপথ, অফিস, সেতু ইত্যাদি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করে রক্ষণাবেক্ষণ করব।
া. রাষ্ট্রের বিভিন্ন প্রকার সম্পদের উন্নয়নে আমরাও অংশগ্রহণ করব।