শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জবিতে বিশ্ব দর্শন দিবস পালন

শিক্ষা জগৎ ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০
জবিতে বিশ্ব দর্শন দিবস পালন
জবিতে বিশ্ব দর্শন দিবস পালন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের উদ্যোগে বিশ্ব দর্শন দিবস ২০২৩ পালন করা হয়েছে। বিশ্ব দর্শন দিবস উপলক্ষে ১৬ নভেম্বর একটির্ যালি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর কামালউদ্দীন আহমদের নেতৃত্বে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাফিজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক

সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মো. আইনুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন গেস্নাবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় অধ্যাপক ডক্টর মো. লুৎফর রহমান। এ ছাড়াও, স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ডক্টর সিদ্ধার্থ শংকর জোয়াদ্দার।

এ সময় বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে