প্রশ্ন: কোন সাঁতারু পরবর্তীকালে টারজানের চরিত্রে হলিউডে অভিনয় করেন?
উত্তর:জনি ওয়াইজ মূলার।
প্রশ্ন:প্রাচীন অলিম্পিকে বিজয়ীদের কি পুরস্কার দেওয়া হয়?
উত্তর: মাথায় পরানো হতো অলিভ পাতার মুকুট ও হাতে দেওয়া হতো তালপত্র।
প্রশ্ন :অলিম্পিয়া নগরী কোন রোমান সম্রাট জ্বালিয়ে দেন?
উত্তর :৪২৬ খ্রিস্টাব্দে সম্রাট থিও ডোমিয়াস-২।
প্রশ্ন :প্রথম আধুনিক অলিম্পিক (৬ই এপ্রিল, ১৮৯৬) কে উদ্বোধন করেন?
উত্তর :গ্রিসের রাজা ৬ষ্ঠ জর্জ।
প্রশ্ন :অলিম্পিকের মূলমন্ত্র কী?
উত্তর :"ঞযব রসঢ়ড়ৎঃধহঃ :যরহম রহ :যব ঙষুসঢ়রপ মধসবং রং হড়ঃ রিহরহম নঁঃ :ধশরহম ঢ়ধংঃ. ঞযব বংংবহঃরধষ :যরহম রহ ষরভব রং হড়ঃ পড়হয়ঁবৎরহম নঁঃ ভরমঃযরহম বিষষ".
প্রশ্ন : অলিম্পিকে পাকিস্তান প্রথম কবে হকিতে ভারতের মুখোমুখি হয়?
উত্তর : ১৯৫৬ সালে, পাকিস্তানকে ১-০ গোলে ভারত হারায়।
প্রশ্ন : বিশ্ব হকিতে প্রথম ডবল হ্যাট্রিক কার?
উত্তর: ধ্যানচাঁদ (১৯৩২)।
প্রশ্ন: অলিম্পিক আসরে ভারতের হকিতে সর্বোচ্চ গোল কত?
উত্তর:১৯৩২ সালে ভারত আমেরিকাকে ২৪-১ গোলে হারায়।
প্রশ্ন: ভারতীয় হকি দল কবে প্রথম অলিম্পিকে যোগদান করে ?
উত্তর: ১৯২৮ সালে আমস্টারডার্ম অলিম্পিকে।
প্রশ্ন: ইন্ডিয়ার হকি ফেডারেশনের প্রথম সভাপতি ও সম্পাদক কে ছিলেন?
উত্তর: ব্রম্নস টার্নবুল ও এন এস আনসারি।
প্রশ্ন: প্রথম ভারতীয় অলিম্পিক হকি দলের অধিনায়ক কে ছিলেন?
উত্তর: জয়পাল সিং।
প্রশ্ন: অলিম্পিকে প্রথম কোন দেশকে ফাইনালে হারিয়ে ভারত সোনা পায়?
উত্তর: হল্যান্ড (৩-০)।
প্রশ্ন: অলিম্পিকে প্রথম হকি ম্যাচটি ভারত কার বিরুদ্ধে খেলেছিল?
উত্তর: অস্ট্রিয়ার বিরুদ্ধে (৬-০) ভারত জেতে।