শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের নিয়ে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ২ নভেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাপস্নাইড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে রিসোর্সপারসন হিসেবে ছিলেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর চৌধুরী আবুল আনাম রাশেদ।