শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১১২. বাংলাদেশে প্রস্তুতকৃত মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো-

র. বিশ্বকোষ রর. ভিজুয়াল বেসিক ররর. বিজয় শিশু শিক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

১১৩. বাংলাদেশের যে সিডিগুলোতে মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহার করা হয়েছে-

র. বাংলাদেশ ৭১ রর. অবসর ররর. বিশ্বকোষ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

১১৪. আমাদের প্রকাশনা-

র. এখনো কাগজনির্ভর

রর. একুশ শতকে অবশ্যই ডিজিটাল হবে

ররর. ক্রমশ ইন্টারনেট নির্ভর হয়ে পড়ছে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

১১৫. আজিজুল ইসলাম একজন মাল্টিমিডিয়া কনটেন্টস ডেভেলপার। তিনি যেসব বিষয় নিয়ে কাজ করেন-

র. টেক্সট রর. অ্যানিমেশন ররর. অডিও ও ভিডিও

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

১১৬. মাল্টিমিডিয়া কনটেন্টস ডেভেলপাররা তাদের কাজের ক্ষেত্রে ফটোশপ ব্যবহার করেন-

র. থ্রিডি স্টুডিও ম্যাক্স

রর. বাংলাদেশ-৭১

ররর. মায়া

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

১১৭. ইন্টারঅ্যাকটিভিটিতে ব্যবহৃত হয়-

র. ফ্লাশ সফটওয়্যার

রর. ডিরেক্টর সফটওয়্যার

ররর. অথরওয়্যার সফটওয়্যার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৮ ও ১১৯ নং প্রশ্নের উত্তর দাও :

কম্পিউটার প্রযুক্তির যে অংশটি এখন সর্বাধিক আলোচনার বিষয় তা হলে মাল্টিমিডিয়া। এটি কম্পিউটারের কোনো যন্ত্রাংশ নয়। এটি এক ধরনের ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা, যা একাধিক মিডিয়ার সমন্বয়ে গঠিত।

১১৮. অনুচ্ছেদের আলোচিত বিষয়টি কয়টি মিডিয়ার সমন্বয়ে গঠিত?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

উত্তর : খ. ৩

১১৯. উক্ত মিডিয়ার বাহন হচ্ছে-

র. ট্যাবলেট রর. স্মার্টফোন ররর. মোবাইল ফোন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২০ ও ১২১ নং প্রশ্নের উত্তর দাও :

আইসিটি ক্লাসে শিক্ষকের বক্তব্য থেকে রাজন বুঝতে পারল, বাংলাদেশে মাল্টিমিডিয়ায় সফটওয়্যার প্রস্তুত হওয়া কেবলমাত্র শুরু হয়েছে। বাংলাদেশ ৭১, অবসর, বিজয় শিশু শিক্ষা- এমন কয়েকটি সিডিতে মাল্টিমিডিয়া প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে।

১২০. অনুচ্ছেদের উলিস্নখিত সফটওয়্যারগুলোতে কোন বিষয়টি নেই বললেই চলে?

ক. অডিও খ. ভিডিও

গ. অ্যানিমেশন ঘ. ইন্টারঅ্যাকটিভিটি

উত্তর : ঘ. ইন্টারঅ্যাকটিভিটি

১২১. উক্ত সফটওয়্যারগুলো যথাযথ হবে যদি সেখানে-

র. ব্যবহারকারী তার পছন্দমতো ইনপুট দিতে পারেন

রর. আউটপুট ইনপুটের ধরনের ওপর নির্ভর করে

ররর. প্রচুর ভিডিও থাকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

১২২. সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় ও কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়?

ক. এক্সেল খ. ওয়ার্ড

গ. প্রেজেন্টেশন ঘ. ভিজুয়াল বেসিক

উত্তর : গ. প্রেজেন্টেশন

১২৩. পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি কোন কোম্পানি তৈরি করেছেন?

ক. স্যামসাং খ. অ্যাপেল

গ. গুগল ঘ. মাইক্রোসফট

উত্তর : ঘ. মাইক্রোসফট

১২৪. কোন সফটওয়্যারকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়?

ক. পাওয়ার পয়েন্ট খ. মায়া

গ. মাক্স ঘ. ডেটাবেজ

উত্তর : ক. পাওয়ার পয়েন্ট

১২৫. কার্যকর ও আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে কোন সফটওয়্যারটির বিকল্প নেই বললেই চলে?

ক. পাওয়ার পয়েন্ট খ. ফায়ারফক্স

গ. এমএস ওয়ার্ড ঘ. গুগল ক্রোম

উত্তর : ক. পাওয়ার পয়েন্ট

১২৬. সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে তথ্য উপস্থাপনের জন্য সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে কোন সফটওয়্যার?

ক. এমএস এক্সেল খ. এমএস এক্সেস

গ. পাওয়ার পয়েন্ট ঘ. এমএস ওয়ার্ড

উত্তর : গ. পাওয়ার পয়েন্ট

১২৭. পাওয়ার পয়েন্ট ফাইলকে কী বলা হয়?

ক. প্রেজেন্টেশন খ. প্রোগ্রাম

গ. স্স্নাইড ঘ. লেআউট

উত্তর : ক. প্রেজেন্টেশন

১২৮. প্রেজেন্টেশনের এক একটি অংশকে কী বলা হয়?

ক. ঝষরফব খ. চধৎঃ

গ. ওহভড়ৎসধঃরড়হ ঘ. খধুড়ঁঃ

উত্তর : ক. ঝষরফব

১২৯. পাওয়ার পয়েন্টের স্স্নাইড নিচের কোনটির সমতুল্য?

ক. ওয়ার্ডের পৃষ্ঠা খ. এক্সেলের কলাম

গ. বেসিকের কমান্ড বাটন ঘ. এক্সেসের রো

উত্তর : ক. ওয়ার্ডের পৃষ্ঠা

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে