মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কলাগাছ থেকে তৈরি 'কলাবতী' শাড়ির নির্মাতা রাধাবতী দেবী

প্রশ্ন :আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী (১১ এপ্রিল), ২০২৮ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কত হবে?

উত্তর :৭ শতাংশ।

প্রশ্ন :রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কত বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করে?

উত্তর :২৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার।

প্রশ্ন :মেট্রোরেলের চালুকৃত অংশের সবগুলো স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত হয় কবে?

উত্তর :৩১ মার্চ ২০২৩।

প্রশ্ন : স্বাধীনতা দিবসের ৫২ বছর উপলক্ষে বাংলাদেশের আর্থসামাজিক স্বীকৃতি দিয়ে কোন দেশের পার্লামেন্টে বিল উত্থাপিত হয়?

উত্তর :মার্কিন কংগ্রেসে।

প্রশ্ন :গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী)-২০২৩-এর খসড়া কবে মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদিত হয়?

উত্তর :৩১ মার্চ ২০২৩।

প্রশ্ন :কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, মার্চ মাসে দেশে কী পরিমাণ রেমিট্যান্স এসেছে?

উত্তর :২০১ কোটি ৭৬ লাখ ডলার।

প্রশ্ন: আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী এনভায়রনমেন্টাল রিসার্চ লেটারের মতে, মিথেন গ্যাস নির্গমনকারী শহরের তালিকায় ঢাকার অবস্থান কত তম?

উত্তর :দ্বিতীয়।

প্রশ্ন:কলাগাছ থেকে তৈরি 'কলাবতী' শাড়ির নির্মাতা কে?

উত্তর :রাধাবতী দেবী।

প্রশ্ন :২০২৩ সালে অটিজম বিষয়ে অবদান রাখায় কয়জন ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়?

উত্তর :১০ জন।

প্রশ্ন :শিশুতোষ চলচ্চিত্র 'রাসেলের জন্য অপেক্ষা'-এর পরিচালক কে?

উত্তর :নূর-ই-আলম।

প্রশ্ন :মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদীয়া হয়ে কলকাতা পর্যন্ত নতুন সড়কের নাম কী?

উত্তর :স্বাধীনতা সড়ক।

প্রশ্ন :ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক 'বঙ্গবন্ধু স্বর্ণপদক-২০২৩' লাভ করেন কে?

উত্তর : বেবী মওদুদ।

প্রশ্ন : 'রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস' কবে গৃহীত হয়?

উত্তর : ১৮৬৩ সালে আয়োজিত প্রথম জেনেভা কনভেনশনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে