মানিকগঞ্জের শিবালয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বসবাড়িতে গোয়ালঘরে পুড়ে ছাই হয়ে গেছে।
এ সময় ওই ঘরে থাকা একটি গাভিসহ দু’টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে শিবালয়ের বড় বোয়ালী গ্রামের মৃত সৈয়দ মল্লিকের ছেলে রঞ্জিত মল্লিকের বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে আসেন । পরিদর্শন শেষে, জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১৫ হাজার টাকা ও ৫ হাজার টাকার খাদ্য সামগ্রী প্রদান করেন। পরবর্তিতে ঘর মেরামত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও আর্থিক অনুদান দেয়ার আশ্বাস দেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক জানান, গভীর রাতে রঞ্জিত মল্লিকের বসতবাড়ির গোয়ালঘরে আগুণ লেগে পুড়ে ছাই হয়ে যায়। এসময় ওই ঘরে থাকা পেটে বাচ্চাসহ একটি গাভি ও একটি ষাড় গরু আগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এতে তার প্রায় ২ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মশার কয়েল থেকে আগুণ লাগতে পারে বলে স্থানীয় অনেকেই মনে করছেন।
এ ঘটনায় শিবালয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসির সহযোগীতায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়ালঘরটি পুড়ে গেছে এবং ঘরে থাকা দু’টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এতে প্রায় দুই লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়া, আমরা দুই লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।