মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবিতে ইইই বিভাগের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে ৫ ফেব্রম্নয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. দিদার-উল-আলম।

ইইই বিভাগের চেয়ারম্যান সুব্রত ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. আশিকুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর বিপস্নব মলিস্নক এবং নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ডক্টর মো. আনিসুজ্জামান।

এর আগে ৩১ জানুয়ারি থেকে ০১ ফেব্রম্নয়ারি ২০২৪ নোবিপ্রবিতে ইইই-ডে অনুষ্ঠিত হয়। এতে মোট ৭টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ১৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আজকের অনুষ্ঠানে ওই প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর মো. দিদার-উল-আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে