রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এসএসসির পৌরনীতি ও নাগরিকতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

২৪. ছয় দফা কর্মসূচি উত্থাপন করেন কে?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. এ কে ফজলুল হক

গ. মোহাম্মদ আলী জিন্নাহ

ঘ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

উত্তর : ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৫. সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম কী ছিল?

ক. রমনা পার্ক

খ. রেসকোর্স ময়দান

গ. ইকো পার্ক

ঘ. পল্টন ময়দান

উত্তর :খ. রেসকোর্স ময়দান

২৬. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটি সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত রয়েছে?

ক. ৭ নং খ. ৮ নং

গ. ৯ নং ঘ. ১০ নং

উত্তর :ক. ৭ নং

উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :

মিয়ানমার বাংলাদেশের একটি প্রতিবেশী রাষ্ট্র। সমুদ্রসীমা নিয়ে উভয় দেশের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি বাংলাদেশ একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সমুদ্র সীমানা সংক্রান্ত সমস্যার সমাধান করে।

২৭. বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে উদ্দীপকে উলিস্নখিত সমস্যার সমাধান করে?

ক. সাধারণ পরিষদ খ. নিরাপত্তা পরিষদ

গ. আন্তর্জাতিক আদালত ঘ. অছি পরিষদ

উত্তর : গ. আন্তর্জাতিক আদালত

২৮. উক্ত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হলো-

র. বিশ্বশান্তি রক্ষায় সহায়ক

রর. আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করে

ররর. আইনের ব্যাখ্যাদান করে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

২৯. বিশ্বের সব মুসলিম রাষ্ট্র কোন সংগঠনের সদস্য?

ক. সার্ক খ. জাতিসংঘ

গ. ওআইসি ঘ. কমনওয়েলথ

উত্তর :গ. ওআইসি

৩০. নিচের কোন প্রতিষ্ঠানটি ওআইসির আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে?

ক. ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি

খ. ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশ

গ. বাংলাদেশ ওমেন্স ইউনিভার্সিটি

ঘ. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

উত্তর :ক. ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি

মডেল টেস্ট -০২

১. কোন সময়ে গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল?

ক. প্রাচীন কালে খ. মধ্যযুগে

গ. নব্যপ্রস্তর যুগে ঘ. প্রাচীন প্রস্তর যুগে

উত্তর : ক. প্রাচীন কালে

২. পৌরনীতির উৎপত্তি হয়েছে-

র. নাগরিক থেকে

রর. নগর রাষ্ট্র থেকে

ররর. রাজনৈতিক সংগঠন থেকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

৩. রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের প্রতি যেসব দায়িত্ব ও কর্তব্য পালন করি তা হলো-

র. আইন মান্য করা

রর. সততার সাথে ভোট দান

ররর. সঠিক সময়ে কর প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

৪. সমাজের ক্ষুদ্র বর্গ কি?

ক. পরিবার খ. জাতি

গ. সংঘ ঘ. সমাজ

উত্তর :ক. পরিবার

৫. বৈবাহিক সূত্রে পরিবারকে কয় ভাগে ভাগ করতে দেখা যায়?

ক. ৩ ভাগে খ. ৪ ভাগে

গ. ৫ ভাগে ঘ. ৬ ভাগে

উত্তর :ক. ৩ ভাগে

৬. 'মানুষ স্বভাবগত সামাজিক জীব' এ উক্তিটি কে করেছেন?

ক. ম্যাকাইভার খ. রুশো

গ. অ্যারিস্টটল ঘ. হব্‌স

উত্তর : গ. অ্যারিস্টটল

৭. সরকার কয়টি বিভাগ নিয়ে গঠিত হয়?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

উত্তর :খ. ৩টি

৮. জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে কে?

ক. সংবিধান খ. সরকার

গ. রাষ্ট্র ঘ. আইন পরিষদ

উত্তর :খ. সরকার

৯. কাদের রাষ্ট্রের সম্পদ বলা হয়?

ক. শহরের অধিবাসীদের খ. নিরক্ষর লোকদের

গ. বিদেশিদের ঘ. সুনাগরিকদের

উত্তর :ঘ. সুনাগরিকদের

১০. অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত কোনটি?

ক. আনুগত্য খ. ভোটদান

গ. নির্বাচনে অংশগ্রহণ ঘ. সে দেশের ভাষা জানা

উত্তর : ঘ. সে দেশের ভাষা জানা

১১. মানুষের ব্যক্তিত্বকে উপলব্ধি করার জন্য কোনটি প্রয়োজন?

ক. শিক্ষা খ. অধিকার

গ. স্বাধীনতা ঘ. পেশা উৎকর্ষ

উত্তর : ক. শিক্ষা

১২. জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য কোন আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?

ক. মৌলিক অধিকার আইন

খ. ফৌজদারি আইন

গ. তথ্য অধিকার আইন

ঘ. ভেজালবিরোধী আইন

উত্তর :খ. ফৌজদারি আইন

১৩. আইনের দৃষ্টিতে সকলে সমান এটি কিসের মূল কথা?

ক. আইন খ. স্বাধীনতা

গ. সাম্য ঘ. ভ্রাতৃত্ব

উত্তর : ক. আইন

১৪. মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকান্ড নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. আইন খ. স্বাধীনতা

গ. সাম্য ঘ. সরকার

উত্তর :ক. আইন

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে