রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন উপ-উপাচার্য পেল চুয়েট

চুয়েট প্রতিনিধি
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চটগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপ-উপাচার্য হিসেবে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. জামাল উদ্দিন আহমেদ নিয়োগ পেয়েছেন। তিনি আগামী চার বছর উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ ফেব্রম্নয়ারি এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, 'মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৩ এর ১২ (১) ধারা এক ধারা অনুযায়ী অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চটগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামকে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে পাঁচটি শর্তে নিয়োগ দেয়া হলো।' শর্তগুলোর মধ্যে রয়েছে- প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে।

উলেস্নখ্য, চুয়েটে তিনি ১৯৯৯ সালে যোগদান করেন। বিভিন্ন সময়ে তিনি যন্ত্রকৌশল, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রতিটি বিভাগেই বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে