বরিশাল বাকেরগঞ্জে বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ, জনজীবন বিপর্যস্ত। আবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে কোথাও কোথাও এবং আবহাওয়া অধিদপ্তর ঝড় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে আগাম জানিয়েছেন। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ নিজের ব্যাবহৃত ফেসবুক আইডি থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে দেখা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ গতকাল সোসাল মিডিয়ায় ফেইসবুকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসের এবং বজ্রপাত থেকে রক্ষা পেতে সচেতন হতে ও সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানান।
তিনি বলেন, বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ, সচেতন হলেই কেবল এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তিনি সকলে সচেতন হতে ও সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেন এবং চলমান তীব্র গরমে সকলকে স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকতে আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলা পরিষদের সদস্যদের ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সভা করেন ও সাধারণ মানুষকে সতর্ক করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। ইউএনও রুমানা আফরোজ কোথাও প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন ধরনের বিপদে উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে আছেন বলে জানিয়েছেন। সবাইকে সচেতন হতে ও উপজেলা প্রশাসনকে জানাতে আহ্বান জানান।
যাযাদি/ এসএম