বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

শিরীন শারমিন চৌধুরী (জন্ম: ৬ অক্টোবর ১৯৬৬) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে ২০১৩ সালের ৩০ এপ্রিল নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপূর্বে তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।
শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন : প্রথমবারের মতো সফলভাবে দেশে উৎপাদন হয়েছে

উত্তর : হোয়াইট টি। অন্য নাম (সিলভার নিডল ২ হোয়াইট টি)।

প্রশ্ন : হোয়াইট টি-এর উদ্ভাবক কে?

উত্তর : নাসির উদ্দিন খান।

প্রশ্ন : বর্তমানে মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর : ১৩৫তম।

প্রশ্ন : নারী উন্নয়নে অবদান রাখায় 'ডবিস্নউআইসিসি আই- অ্যাওয়ার্ড ২০২১' পেয়েছেন কে?

উত্তর : ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রশ্ন : করোনা টিকা 'বঙ্গভ্যাক্সের আবিষ্কারক কে?

উত্তর : কাকন নাগ ও নাজনীন সুলতানা।

প্রশ্ন : সরকার বীজ সংরক্ষণে কোন দেশের সঙ্গে কাজ করেছে?

উত্তর : নরওয়ে।

প্রশ্ন : সরকার আনুষ্ঠানিকভাবে কতটি খাতকে 'শিশুশ্রমমুক্ত' ঘোষণা করেছে?

উত্তর : ৬টি। (ট্যানারি, সিরামিক, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, রপ্তানিমুখী চামড়াজাত শিল্প, পাদুকা ও রেশম)।

প্রশ্ন : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কী?

উত্তর : ব্রি-১০০। (প্রতি কেজিতে ২৫.৭০ মিলিগ্রাম জিংক)।

প্রশ্ন : 'ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃু ঐঁন'-এর ২০২০ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী তরুণদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের-

উত্তর : পাভেল সারওয়ার।

প্রশ্ন : অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থকে ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্রের নাম কী?

উত্তর : চিরঞ্জীব মুজিব।

প্রশ্ন : দেশের ইতিহাসে প্রথম নারী ঈড়হঃৎড়ষষবৎ এবহবৎধষ উবভবহপব ঋরহধহপব (ঈএউঋ) হয়েছেন কে?

উত্তর : মনোয়ারা হাবীব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে