রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবিতে কর্মশালা

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'ঊহধনষরহম :যব চবৎভড়ৎসধহপব ধহফ গবধংঁৎরহম :যব ধঃঃরঃঁফব ধহফ চবৎভড়ৎসধহপব ড়ভ :যব ঞবধপযবৎং ড়হ ঁংরহম :যব উরমরঃধষ ঞড়ড়ষং ভড়ৎ ঞবধপযরহম খবধৎহরহম ধহফ অংংবংংসবহঃ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের অংশগ্রহণে ডিজিটাল টুলস ব্যবহার করে শিক্ষা কার্যক্রম মূল্যায়ন ও কর্মদক্ষতা বৃদ্ধি বিষয়ক এই কর্মশালাটি ২২ ফেব্রম্নয়ারি আয়োজন করা হয়। নোবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মো. দিদার-উল-আলম। নোবিপ্রবির বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আইকিউএসি'র সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মো. মুহাইমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সহকারী অধ্যাপক জনাব মো. ইফতেখারুল আলম ইফাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে