কক্সবাজারের কুতুবদিয়ায় মাদক সেবনের দায়ে পুলিশের সহায়তায় দুই যুবককে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১ টায়
দণ্ডপ্রাপ্তরা হলেন, উত্তর ধূরুং মনুশিকদারপাড়া
এলাকার মৃত জোবাইদুল হকের ছেলে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসাইন বলেন, ইয়াবা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে পুলিশের সহায়তায় আটক করা হয়।
পরে ঘটনাস্থলে অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে মোট এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।