বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি শুরু 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১১:৫৪
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি শুরু 
ছবি-যায়যায়দিন

এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিন ভারতে মাছ রপ্তানী বন্ধ থাকার পর আজ (বৃহস্পতিবার) মাছ রপ্তানী শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় মাছ ভর্তি ৭টি পিক আগরতায় প্রবেশ করে। এ রির্পোট লেখা পর্যন্ত আরও কয়েকটি মাছের পিক-আপ আগরতায় যাওয়ার অপেক্ষায় রয়েছে।

1

এরআগে ইএক্সপি না পাওয়ায় বুধবার ভারতে মাছ রপ্তানী করতে পারেনি ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, দিল্লীর এনিম্যাল কোয়ারেন্টাইন থেকে আমাদেরকে মাছ রপ্তানীর পারমিট দেয়। ওই পারমিট আসতে দেরি হওয়ায় বুধবার মাছ রপ্তানী বন্ধ ছিল।

পারমিট পাওয়ায় আজ থেকে যথারীতি মাছ রপ্তানী শুরু হয়েছে। রপ্তানির জন্য সকালে ৩৩ মেঃ টন মাছ বন্দরে এনেছেন ব্যবসায়ীরা। ৭টি গাড়ি মাছ নিয়ে আগরতায় গেছে। বিকালে আরও ১০ মেঃ টন মাছ যাবে । প্রতিদিন গড়ে এক লক্ষ ডলারের ৩৫ থেকে ৪০ মেঃ টন মাছ ভারতে রপ্তানি করা হয় বলে জানান তিনি।

এদিকে ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্য কমে গেছে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বন্দর দিয়ে ভারতে ৪২৭ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৪৩০ টাকার পণ্য রপ্তানি হয়। আর চলতি অর্থবছরে গেলো এপ্রিল পর্যন্ত রপ্তানি হয় ৪৫৩ কোটি ১ লাখ ৯৬ হাজার ৭৯৩ টাকার পণ্য।

রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, প্রক্রিয়াজাত খাবার, মেলামাইন সামগ্রী ও শুটকি।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, আজ সকাল থেকে মাছ রপ্তানী শুরু হয়েছে। ৭টি গাড়ি মাছ নিয়ে আগরতায় গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে