বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

রেমিট্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী পলাশ দুইমাস ধরে হাসপাতালে

ফেনী প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১১:৫৭
রেমিট্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী পলাশ দুইমাস ধরে হাসপাতালে
গুরুতর আহত পলাশ সৌদির হাসপাতালে ভর্তি ।ছবি: যায়যায়দিন

রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরব প্রবাসী, হাফার আল্ বাতেন ফেনী প্রবাসী ফোরামের সদস্য আবদুল আউয়াল ( পলাশ ) গত ১৪ই মার্চ ২০২৫ কর্মস্থলে সিঁড়ির উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পলাশ গুরুতর আহত হলে তাকে সৌদি আরব হাফার আল্ বাতেন কিং খালেদ হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় বেশি আঘাত পেলে কয়েকদিন ধরে তার জ্ঞান ফিরেনি।

1

জ্ঞান ফিরবে বলে ডাক্তাররা আশ্বস্ত করলে এখনো পুরোপুরি জ্ঞান ফিরেনি। দুইমাস অতিবাহিত হয়ে গেল পলাশ এখনো দুনিয়ার আলো দেখেনি।

পলাশের ফুফাতো ভাই নূর উদ্দিন মিষ্টার জানান মালিকপক্ষ সাড়া না দিলে রোগী নিয়ে বেশ বিপাকে পড়তে হয় তাকে। নূর উদ্দিন মিষ্টার আরো জানান, দুইমাস ধরে রোগী দুনিয়ার আলো দেখেনি কিন্তু হাসপাতাল থেকে রোগীকে ডাক্তার রিলিজ দিয়ে দিলে আরো বিপাকে পড়তে হয় তাকে ।

এদিক সেদিক ছুটাছুটি করেও মালিককে বারবার অনুরোধ করার পরও কোন সাড়া পাওয়া যায়নি মালিকের। হাসপাতাল কর্তৃপক্ষকে সব বিষয়ে অবগত করে তাকে এখনো হাসপাতালে রাখা হয়।

রোগীর অবস্থা পরিবর্তন না হওয়াতে ডাক্তার পরামর্শ দেন রোগীকে দেশে পাঠাতে। এমতাবস্থায় রোগীকে দেশে পাঠাতে হলে অনেক ব্যয়বহুল। দেশের একজন রেমিট্যান্স যোদ্ধা দেশের অর্থনীতি সচল করার জন্য দিনরাত যুদ্ধ করে সে আজ নিজেই হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করে চলছে।

রেমিট্যান্স যোদ্ধা পলাশকে সুচিকিৎসার জন্য দেশে পাঠাতে যে অর্থ খরচ হবে তা রোগীর পরিবারের পক্ষে সম্ভব নহে।

রেমিট্যান্স যোদ্ধা পলাশকে সরকারি খরচে দেশে এনে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকার ও বিত্তবানদের প্রতি জোর দাবি সহ বিনীত অনুরোধ জানিয়েছেন রোগীর স্বজনরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে