সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। হাবিপ্রবি পরিসংখ্যান ছাত্র সমিতির আয়োজনে ২৭ ফেব্রম্নয়ারি এ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মামুনুর রশীদ, রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর সাইফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ডক্টর মাহাবুব হোসেন প্রমুখ। পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মো. এরফান আলী খোন্দকারের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার বিল স্টেট বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্যাল সায়েন্সের অধ্যাপক রহমাতুলস্নাহ্‌ ইমন। পরে সেমিনারে প্রশ্নোত্তর পর্ব শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে, সকাল ১০টায় একটি বর্ণাঢ্যর্ যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে জাতীয় পরিসংখ্যান দিবসের আয়োজন শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে