সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ০২ মার্চ ২০২৪, ০০:০০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ভ্যাকসিন প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ২৯ ফেব্রম্নয়ারি এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি বিএফআরআই ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হয়। বিএফআরআইয়ের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার গবেষক অধ্যাপক ড. জামরী সাদ ও সহকারী অধ্যাপক ড. ইনা সালওয়ানী মোহাম্মদ ইয়াসিন এবং বিএফআরআইয়ের চিফ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অনুরাধা ভদ্র ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিরাজুম মনির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে