শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

ফ্রাঁসোয়া বেতেঁকু মাইয়া ফরাসি বিলাসবহুল সৌন্দর্যসামগ্রী কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী ফ্রাঁসোয়া। বস্নম্নমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী ফরাসি এই নারী এখন বিশ্বের দ্বাদশ শীর্ষ ধনী। ফ্রাঁসোয়া বেতেঁকুর দাদা লরিয়েল কোম্পানির প্রতিষ্ঠাতা।
শিক্ষা জগৎ ডেস্ক
  ০৪ মার্চ ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন :পান্না দ্বীপ বলা হয়-

উত্তর :আয়ারল্যান্ডকে

প্রশ্ন :'ইৎবধফ ইধংশবঃ ড়ভ :যব ঝড়ারবঃ টহরড়হ্থ বা সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুড়ি বলা হতো-

উত্তর :ইউক্রেনকে

প্রশ্ন :ফ্যাসিজমের প্রবর্তক-

উত্তর :ইতালির মুসোলিনী

প্রশ্ন :রোমান সাম্রাজ্যের সদর দপ্তর ছিল-

উত্তর :ইতালিতে

প্রশ্ন:পৃথিবীর মানচিত্রে কাকে দেখতে 'বুটের জুতার' মতো দেখায়-

উত্তর :ইতালিকে

প্রশ্ন:বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩-

উত্তর:১১টি বিভাগে দেওয়া হয়।

প্রশ্ন:২০২৩ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন-

উত্তর:মোট ১৬ জন

প্রশ্ন:উত্তর কোরিয়া পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়-

উত্তর:২০২৪ সালের জানুয়ারি মাসে

প্রশ্ন:জাপানের মহাকাশ গবেষণা সংস্থা-

উত্তর:ঔঅঢঅ।

প্রশ্ন:ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানীর নাম-

উত্তর:'কাবারাত্তি'।

প্রশ্ন:চীনের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম-

উত্তর:'দং জুন'।

প্রশ্ন:বিশ্বের প্রথম নারী হিসেবে ১০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক হন-

উত্তর:'ফ্রাঁসোয়া বেতুঁকু মাইয়া (ফ্রান্স)'।

প্রশ্ন: যুদ্ধবিমানবাহী রণতরী 'দ্য ফুজিয়ান'-

উত্তর:চীনের তৈরি।

প্রশ্ন:'আল উদিদ' বিমান ঘাঁটি-

উত্তর:কাতারে অবস্থিত।

প্রশ্ন:জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে যোগ দেয়-

উত্তর:আলজেরিয়া, সিরিয়া লিওন, দক্ষিণ কোরিয়া, স্স্নোভেনিয়া ও গায়ানা।

প্রশ্ন:জাপানে ৭.৬ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে-

উত্তর:১ জানুয়ারি ২০২৪

প্রশ্ন:জাপানের চন্দ্রযান 'ল্যান্ডার স্স্নিম' সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করে-

উত্তর:১৯ জানুয়ারি

প্রশ্ন:ডেনমার্কের নতুন রাজা-

উত্তর:দশম ফ্রেডেরিক।

প্রশ্ন:ম্যালেরিয়ার বিরুদ্ধে বিশ্বের প্রথম গণটিকা কর্মসূচি শুরু হয়েছে-

উত্তর:ক্যামেরুনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে