সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০৪ মার্চ ২০২৪, ০০:০০

মানুষ

৮. 'মানুষ' কবিতায় কালাপাহাড় কীসের প্রতীক?

ক. অত্যাচারের খ. ধ্বংসের

গ. বিচারকের ঘ. কল্যাণের

উত্তর:খ. ধ্বংসের

৯. কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন, কারণ-

ক. মানুষে মানুষে ধনী-গরিব আছে বলে

খ. মানুষে মানুষে পৃথক সত্তা আছে বলে

গ. মানুষে মানুষে সবাই সমান বলে

ঘ. ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই একই পথে বলে

উত্তর:গ. মানুষে মানুষে সবাই সমান বলে

১০. 'ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার', পঙ্‌ক্তিটি দ্বারা যা বোঝানো হয়েছে-

র. বঙ্গে উপাসনালয় আবার চালু করা

রর. ধর্ম ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা

ররর. উপাসনালয়ে সব শ্রেণির মানুষের সম-অধিকার প্রতিষ্ঠা করা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:গ. রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।

'ওই মন্দির পূজারির, হায় দেবতা, তোমার নয়

তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়'

১১. ওই চরণে প্রকাশিত হয়েছে-

র. মানবপ্রেম রর. সাম্যবাদ ররর. মানুষের শ্রেষ্ঠত্ব

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

১২. 'সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!' 'মানুষ' কবিতার এ উক্তির মধ্য দিয়ে কোনটি প্রকাশ পেয়েছে?

ক. প্রতিরোধ খ. প্রতিশোধ

গ. প্রতিবাদ ঘ. ধ্বংসলীলা

উত্তর:গ. প্রতিবাদ

১৩. 'মানুষ' কবিতায় বৃদ্ধ পথিক কতদিন অভুক্ত ছিল?

ক. দুই দিন খ. তিন দিন

গ. পাঁচ দিন ঘ. এক সপ্তাহ

উত্তর:ঘ. এক সপ্তাহ

১৪. কোনটি কালাপাহাড়ের সম্ভাব্য নাম নয়?

ক. রাজশেখর খ. রাজনারায়ণ

গ. রাজচন্দ্র ঘ. রাজকৃষ্ণ

উত্তর:ক. রাজশেখর

১৫. 'মোলস্না পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি।' পঙ্‌ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে মোলস্না পুরুতরা-

র. মসজিদ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছে

রর. বেনামাজিকে বঞ্চিত করেছে

ররর. মানুষের অধিকারকে রুদ্ধ করেছে

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. ররর ঘ. রর ও ররর

উত্তর:গ. ররর

১৬. 'মানুষ' কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

ক. অগ্নিবীণা খ. প্রলয়শিখা

গ. সিন্ধু হিন্দোল ঘ. সাম্যবাদী

উত্তর:ঘ. সাম্যবাদী

১৭. মসজিদে কী শিরনি এসেছিল?

ক. বিরিয়ানি খ. জিলাপি

গ. মিষ্টি-নিমকি ঘ. রুটি-মাংস

উত্তর:ঘ. রুটি-মাংস

১৮. 'মানুষ' কবিতায় ভুখারিকে মোলস্না কোথায় গিয়ে মরতে বলে?

ক. খালি ভিটেয় খ. পোড়াবাড়িতে

গ. গো-ভাগাড়ে ঘ. নর্দমায়

উত্তর:গ. গো-ভাগাড়ে

১৯. 'মানুষ' কবিতার ভাবার্থ প্রকাশক চরণ-

র. মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান

রর. সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি

ররর. সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:খ. র ও ররর

২০. ভুখারির বয়স কত?

ক. আশি বছর খ. বিরাশি বছর

গ. আটাশি বছর ঘ. আটাশি বছর

উত্তর:ক. আশি বছর

২১। কবি কার জয়গান গেয়েছেন?

ক. মানুষের খ. সাম্যের

গ. শ্রমিকের ঘ. তারুণ্যের

উত্তর:খ. সাম্যের

২২। 'ওই মন্দির পূজারির, হায় দেবতা, তোমার নয়।' এ বক্তব্যে ভুখারির কোন মনোভাব প্রকাশ পায়?

ক. প্রতিবাদী খ. অসহায়ত্ব

গ. ফরিয়াদ ঘ. ক্ষোভ

উত্তর:গ. ফরিয়াদ

২৩। ছোটবেলায় কাজী নজরুল ইসলাম কোন গানের দলে যোগদান করেন?

ক. যাত্রা খ. সারি

গ. লেটো ঘ. জারি

উত্তর:গ. লেটো

২৪। কী রচনা করে কাজী নজরুল ইসলাম বিশেষ খ্যাতি অর্জন করেছেন?

ক. উপন্যাস খ. নাটক

গ. কবিতা ঘ. ছোটগল্প

উত্তর:গ. কবিতা

২৫। কাজী নজরুল ইসলাম কত সালে মৃতু্যবরণ করেন?

ক. ১৯৬৬ খ. ১৯৭২

গ. ১৯৭৬ ঘ. ১৯৭৮

উত্তর:গ. ১৯৭৬

২৬। 'মানুষ' কবিতায় কবি কার চেয়ে বড় কিছু নেই বলেছেন?

ক. ধর্মের খ. মানুষের

গ. গোত্রের ঘ. বর্ণের

উত্তর:খ. মানুষের

২৭। 'মানুষ' কবিতায় কে মন্দিরের দরজায় এসে দাঁড়িয়েছে?

ক. রাজা খ. মুসাফির

গ. ক্ষুধার ঠাকুর ঘ. দেবতা

উত্তর:গ. ক্ষুধার ঠাকুর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে