শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ০৮ মার্চ ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

১০৮. বেগম রোকেয়া কত সালে 'সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' প্রতিষ্ঠা করেন?

ক) ১৯০৯ সালে খ) ১৯১০ সালে

গ) ১৯১১ সালে ঘ) ১৯১৭ সালে

উত্তর :গ) ১৯১১ সালে

১০৯. মুসলিম মহিলা ট্রেনিং স্কুল প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯০৯ সালে খ) ১৯১০ সালে

গ) ১৯১১ সালে ঘ) ১৯২৯ সালে

উত্তর :ঘ) ১৯২৯ সালে

১১০. 'আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম' নামে মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯১৫ সালে খ) ১৯১৬ সালে

গ) ১৯১৭ সালে ঘ) ১৯১৮ সালে

উত্তর :গ) ১৯১৭ সালে

১১১. অবরোধবাসিনী কার লেখা?

ক) রাজা রামমোহন রায় খ) বেগম রোকেয়া

গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর : খ) বেগম রোকেয়া

১১২. নিচের কোনটি বেগম রোকেয়া রচিত গ্রন্থ?

র) মতিচুর রর) পদ্মরাগ ররর) সুলতানার স্বপ্ন

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও রর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

১১৩. সর্বপ্রথম সামাজিক নিয়ন্ত্রণ প্রত্যয়ের সূচনা করেন কে?

ক) ই এ রস খ) অ্যাডউইন চ্যাডউইক

গ) উইলিয়াম বিভারিজ ঘ) মেরি রিচমন্ড

উত্তর : ক) ই এ রস

১১৪. আধুনিক সংস্করণ বিকাশের পটভূমি হলো-

ক) সামাজিক সমস্যার গতি পরিবর্তন

খ) সমাজকল্যাণ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি

গ) প্রযুক্তির ব্যবহার

ঘ) সনাতন সমাজকল্যাণের দুর্বলতা

উত্তর : ক) সামাজিক সমস্যার গতি পরিবর্তন

১১৫. ভারতবর্ষে নিযুক্ত কোন গভর্নর জেনারেল আইন জারি করে সতীদাহ প্রথাকে দন্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন?

ক) লর্ড ডালহৌসি

খ) লর্ড বেন্টিঙ্ক

গ) লর্ড ক্লাইভ ঘ) ওয়ারেন হেস্টিংস

উত্তর :খ) লর্ড বেন্টিঙ্ক

১১৬. সমাজকল্যাণের প্রায়োগিক রূপ কোনটি?

ক) সমাজ সংস্কার

খ) সমাজকর্ম

গ) সমাজসেবা ঘ) সামাজিক নিরাপত্তা

উত্তর :খ) সমাজকর্ম

১১৭. 'বাইতুল মালের অর্থ কোন উদ্দেশ্যে ব্যবহৃত হতো?

ক) জনহিতকর কাজে

খ) শিল্প কারখানা নির্মাণের

গ) ভোগ বিলাসে

ঘ) রাজকীয় ঋণ মেটাতে

উত্তর :ক) জনহিতকর কাজে

১১৮. বায়তুল মাল কীভাবে অর্থনৈতিক বৈষম্যজনিত সমস্যা দূর করে?

ক) সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে

খ) সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে

গ) সম্পদের নিরাপত্তা প্রতিষ্ঠা করে

ঘ) সম্পদের মালিকানা প্রতিষ্ঠান

উত্তর : ক) সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে

১১৯. জাকাত বিতরণ উৎস কয়টি?

ক) ৬টি খ) ৭টি

গ) ৮টি ঘ) ৯টি

উত্তর : গ) ৮টি

১২০. সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রবর্তনের কারণ কি ছিল?

ক) আকস্মিকভাবে উৎপন্ন বিপদের মোকাবিলা

খ) সামাজিক উন্নয়ন

গ) রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা

ঘ) মানবসম্পদ উন্নয়ন

উত্তর : ক) আকস্মিকভাবে উৎপন্ন বিপদের মোকাবিলা

১২১. সমাজকর্ম কীভাবে তার লক্ষ্যে পৌঁছায়?

ক) সামাজিক উন্নয়নের মাধ্যমে

খ) সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে

গ) সামাজিক গতিশীলতার মাধ্যমে

ঘ) সামাজিক কার্যক্রমের অধ্যায়

উত্তর :খ) সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে

১২২. কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন অর্থহীন?

ক) অর্থনৈতিক উন্নয়ন খ) সামাজিক উন্নয়ন

গ) রাজনৈতিক উন্নয়ন ঘ) সাংস্কৃতির উন্নয়ন

উত্তর :ক) অর্থনৈতিক উন্নয়ন

১২৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন পত্রিকায় বিধবা বিবাহের পক্ষে যুক্তি উপস্থাপন করেন?

ক) তত্ত্ববোধিনী খ) বজ্রদর্শন

গ) সওগাত ঘ) সমাচার দর্পণ

উত্তর :ক) তত্ত্ববোধিনী

১২৪. আধুনিক কল্যাণরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কী?

ক) সমাজসেবা খ) সামাজিক উন্নয়ন

গ) সামাজিক পরিবর্তন ঘ) সামাজিক নিরাপত্তা

উত্তর :ঘ) সামাজিক নিরাপত্তা

১২৫. কোনটি প্রাক-শিল্প যুগের সমাজসেবার দৃষ্টান্ত?

ক) ওয়াকফ খ) কল্যাণ ট্রাস্ট

গ) সাহায্য ঘ) করপোরেট ডোনেশন

উত্তর :ক) ওয়াকফ

১২৬. সমাজ সংস্কারের মূল লক্ষ্য কী?

ক) সামাজিক অগ্রগতি ব্যাহত করা

খ) সামাজিক অগ্রগতি পতন ত্বরান্বিত করা

গ) সামাজিক গোঁড়ামির জন্ম দেওয়া

ঘ) সামাজিক মূল্যবোধের ব্যত্যয় ঘটেনি

উত্তর : খ) সামাজিক অগ্রগতি পতন ত্বরান্বিত করা

১২৭. সামাজিক নিয়ন্ত্রণের বাহন হলো-

র) আইন ও রীতিনীতির

রর) যোগাযোগ ও সমন্বয়

ররর) ধর্ম ও নৈতিক মূল্যবোধ

নিচের কোনটি সঠিক?

ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) র ও ররর

১২৮. ওয়াকফের শর্ত হলো-

র) ওয়াকফকারীকে সাবালক হতে হবে

রর) ওয়াকফের উদ্দেশ্য নির্দিষ্ট হতে হবে

ররর) ওয়াকফকারীকে সুস্থ মনের অধিকারী হতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) র খ) র ও রর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে