শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ১০ মার্চ ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

সমাজকর্মের সঙ্গে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক

১. মনোবিজ্ঞানকে 'আচরণের বিজ্ঞান' বলেছেন কে?

ক) জন এল ভোগেল খ) জে. বি. ওয়াটসন

গ) প্যাভলভ ঘ) স্ক্রাইডার

উত্তর : খ) জে. বি. ওয়াটসন

২. কোন বিষয়কে মানুষ এবং প্রাণীর মন ও আচরণের বিজ্ঞান বলা হয়?

ক) মনোবিজ্ঞান খ) সমাজবিজ্ঞান

গ) সমাজকর্ম ঘ) জীববিজ্ঞান

উত্তর : ক) মনোবিজ্ঞান

৩. নৃবিজ্ঞানে আলোচ্য বিষয় কোনটি?

ক) জীবসত্তা ও সামাজিক সত্তা খ) মানবীয় আচরণ

গ) মানুষের অধিকার ও কর্তব্য ঘ) মানুষের অর্থসংক্রান্ত দৈনন্দিন কার্যাবলী

উত্তর : ক) জীবসত্তা ও সামাজিক সত্তা

৪. মনোবিজ্ঞানের আওতাভুক্ত হচ্ছে-

র) আবেগ রর) শিক্ষণ ররর) বুদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৫. অর্থনীতির গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?

ক) এল রবিন্স খ) অ্যাডাম স্মিথ

গ) আলফ্রেড মার্শাল ঘ) জন স্টয়ার্ট মিল

উত্তর : ক) এল রবিন্স

৬. 'ঝড়পরড়ষড়মু' শব্দটি প্রবর্তন করেন কে?

ক) এল এফ ওয়ার্ড খ) ডুর্খেইম

গ) ম্যাকাইভার ঘ) অগাস্ট কোঁৎ

উত্তর : ঘ) অগাস্ট কোঁৎ

৭. 'চংুপযব' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক) গ্রিক খ) ল্যাটিন

গ) ইংরেজি ঘ) ফরাসি

\হউত্তর : ক) গ্রিক

৮. জনবিজ্ঞান কী?

ক) শারীরিক ও মানসিক চিকিৎসা সম্পর্কিত বিজ্ঞান

খ) জন্মশীলতা মরণশীলতা ও স্থানান্তর সম্পর্কিত বিজ্ঞান

গ) আচরণ ও বৃদ্ধি-বিকাশ সম্পর্কিত বিজ্ঞান

ঘ) মানব উৎস, বিবর্তন ও ইতিহাস সম্পর্কিত বিজ্ঞান

\হউত্তর : খ) জন্মশীলতা মরণশীলতা ও স্থানান্তর সম্পর্কিত বিজ্ঞান

৯. কল্যাণ অর্থনীতির প্রবক্তা কে?

ক) এল রবিন্স খ) অ্যাডাম স্মিথ

গ) আলফ্রেড মার্শাল ঘ) পিগু

উত্তর : ঘ) পিগু

উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও।

জনির বাবা একটি কলেজের অধ্যাপক। তিনি যে বিষয়টি পড়ান, তা উৎপাদনের সীমিত উপকরণের বিকল্প ব্যবহারের সাহায্যে অসীম অভাব পূরণের উপায় বিশ্লেষণ করে।

১০. উদ্দীপকটি কোন বিষয়কে ইঙ্গিত করেছে?

ক) অর্থনীতি খ) পৌরনীতি

গ) নৃবিজ্ঞান ঘ) সমাজবিজ্ঞান

\হউত্তর : ক) অর্থনীতি

১১. উক্ত বিষয়টি আলোচনা করে থাকে-

র) সম্পদের উৎপাদন রর) বিনিময় ও বণ্টন ররর) মানুষের নৈতিকতা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

১২. সমাজকর্মের সঙ্গে উক্ত বিষয়টির মধ্যে সাদৃশ্য বিদ্যমান। কারণ-

র) উভয়ই সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে মানুষের কল্যাণে বিশ্বাসী

রর) উভয়ই মানবিক সমস্যাগুলোকে বহুমুখী অ্যাপ্রোচ হতে বিশ্লেষণ করে

ররর) উভয়ই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : গ) র ও ররর

১৩. অর্থনীতি ও সমাজকর্ম পরস্পর সম্পর্কযুক্ত কেন?

ক) উভয়ই সামাজিক বিজ্ঞান

খ) উভয়ই মানুষের আচরণ নিয়ে আলোচনা করে

গ) উভয়ই অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে

ঘ) উভয়ই জনগণকে স্বাবলম্বী করে

উত্তর :ক) উভয়ই সামাজিক বিজ্ঞান

১৪. সমাজকর্ম ও সাংবাদিকতা পেশার মধ্যে সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?

ক) শারীরিক সুস্থতা খ) জনমত গঠন

গ) মানসিক সুস্থতা ঘ) কর্মসংস্থান সৃষ্টি

উত্তর : খ) জনমত গঠন

১৫. ব্যক্তির আচরণ জানার মাধ্যমে নিজস্ব কর্মপদ্ধতির মাধ্যমে সামাজিক ভূমিকার উন্নয়নে হস্তক্ষেপ করে কোনটি?

ক) মনোবিজ্ঞান খ) সমাজবিজ্ঞান

গ) নৃবিজ্ঞান ঘ) সমাজকর্ম

উত্তর : ঘ) সমাজকর্ম

১৬. 'মনোবিজ্ঞান হচ্ছে এমন এক আচরণের বিজ্ঞান, যা মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে।'- উক্তিটি কার?

ক) হার্বাট বিসনো খ) ই. এ. হোবেল

গ) জন বি ওয়াটসন ঘ) স্ক্রাইডার

উত্তর : গ) জন বি ওয়াটসন

১৭. 'সমাজবিজ্ঞান'-এর ইংরেজি প্রতিশব্দ কী?

ক) ঝড়পরধষ ংপরবহপব খ) ঝড়পরড়ষড়মু

গ) ঝড়পরধষ ড়িৎশ ঘ) ঝড়পরধষ বিষভধৎব

উত্তর : গ) ঝড়পরধষ ড়িৎশ

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে