বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ১৩ মার্চ ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

৪১. কোন পেশার মাধ্যমে সামাজিক সমস্যা তুলে ধরা হয়?

ক) আইন পেশা খ) শিক্ষকতা পেশা

গ) সাংবাদিকতা পেশা ঘ) ডাক্তারি পেশা

উত্তর :গ) সাংবাদিকতা পেশা

৪২. 'সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান'- উক্তিটি কার?

ক) অগাস্ট কোঁতের খ) ডুর্খেইমের

গ) ম্যাকাইভার ও পেইজের ঘ) ই.বি. টেইলরের

উত্তর :খ) ডুর্খেইমের

৪৩. ম্যালথাস জনসংখ্যা ও খাদ্য উৎপাদন সম্পর্কে ধারণা দেন কখন?

ক) ১৮৫৫ সালে খ) ১৭৯৮ সালে

গ) ১৮৯৫ সালে ঘ) ১৯২২ সালে

উত্তর :খ) ১৭৯৮ সালে

৪৪. 'অর্থশাস্ত্র মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে'- উক্তিটি করেছেন-

ক) এল রবিন্স খ) অ্যাডাম স্মিথ

গ) জন ডাল্টন ঘ) আলফ্রেড মার্শাল

উত্তর : ঘ) আলফ্রেড মার্শাল

৪৫. সমাজবিজ্ঞানকে 'ঞযব ঝপরবহপব ড়ভ ঝড়পরবঃু' বলেছেন কে?

ক) অগাস্ট কোঁৎ খ) ডুর্খেইম

গ) ম্যাকাইভার ও পেইজ ঘ) ই.বি. টেইলর

উত্তর :ক) অগাস্ট কোঁৎ

৪৬. সুশাসনের বৈশিষ্ট্য হলো-

ক) আইনের শাসন ও জবাবদিহিতা খ) বিকেন্দ্রীকরণ

গ) ক্ষমতার অপব্যবহার ঘ) একনায়কতন্ত্র

উত্তর : ক) আইনের শাসন ও জবাবদিহিতা

৪৭. সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?

ক) সেবামূলক খ) গবেষণামূলক

গ) জ্ঞানমূলক ঘ) ব্যবহারিক

উত্তর :ঘ) ব্যবহারিক

৪৮. 'চৎরহপরঢ়ষবং ড়ভ ফবসড়মৎধঢ়যু' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

ক) ১৯০৯ সালে খ) ১৯৫৫ সালে

গ) ১৯৬৫ সালে ঘ) ১৯৬৯ সালে

উত্তর : ঘ) ১৯৬৯ সালে

৪৯. 'চংুপযড়ষড়মু' শব্দের উৎপত্তি কীভাবে?

ক) চযুংরপ থেকে খ) চংুপযব থেকে

গ) চংুপযড় থেকে ঘ) চযংুপযব থেকে

উত্তর : খ) চংুপযব থেকে

৫০. সমাজকর্মী রায়হান সাহেব সমাজের বিভিন্ন ব্যক্তির আচরণ সম্পর্কে জানতে চায়। এসব বিষয়ে জ্ঞান অর্জনের জন্য তাকে অধ্যয়ন করতে হয়?

ক) মনোবিজ্ঞান খ) জীববিজ্ঞান

গ) নৃবিজ্ঞান ঘ) সমাজকর্ম

উত্তর :ক) মনোবিজ্ঞান

৫১. আইন পেশা ও সমাজকর্ম পরস্পর সম্পর্কযুক্ত। এর যথার্থ কারণ হলো-

ক) আইন পেশা হচ্ছে সমাজকর্ম পেশার লক্ষ্য অর্জনের হাতিয়ার

খ) উভয়ই সামাজিক নীতি প্রণয়নে ভূমিকা রাখে

গ) উভয়েই এককভাবে সমাজের অপ্রত্যাশিত অবস্থা দূর করতে সক্ষম

ঘ) আইন ও সমাজকর্ম একে অপরের পরিপূরক

উত্তর : ক) আইন পেশা হচ্ছে সমাজকর্ম পেশার লক্ষ্য অর্জনের হাতিয়ার

৫২. 'ক' ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয় নিয়ে পড়াশোনা করেছে, যার মূল বিষয়বস্তু 'মানুষ'। 'ক' কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছে?

ক) মনোবিজ্ঞান খ) নৃবিজ্ঞান

গ) জীববিজ্ঞান ঘ) সমাজকর্ম

উত্তর :খ) নৃবিজ্ঞান

৫৩. পৌরনীতি মানুষকে দায়িত্বসচেতন করে তোলে যেভাবে-

র) নগরজীবন-সংক্রান্ত জ্ঞান দান করে

রর) নাগরিকের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জ্ঞান দান করে

ররর) ভবিষ্যৎ কল্যাণমুখী রাষ্ট্র গড়ার শিক্ষা দিয়ে

\হনিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৫৪. একজন সমাজকর্মীকে মনোবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। এর যথার্থ কারণ হলো-

র) মানুষের আচরণ ও আগ্রহ সম্পর্কে জানার জন্য

রর) ব্যক্তি স্বাতন্ত্রীকরণের জন্য

ররর) মানুষের উৎপত্তি সম্পর্কে জানার জন্য

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

৫৫. সমাজকর্ম ও চিকিৎসা পেশা পরস্পর সম্পর্কযুক্ত। এর যথার্থ কারণ হলো-

র) উভয়ই সেবামূলক পেশা

রর) উভয়েরই লক্ষ্য মানসিক সমস্যা দূরীকরণ

ররর) মনোচিকিৎসায় উভয়েরই ভূমিকা স্বীকৃত

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) র ও ররর

৫৬. সমাজবিজ্ঞানের আলোচনার আওতাভুক্ত কোনটি?

ক) মানুষের সামাজিক আচরণ খ) মানুষের রাজনৈতিক কারণ

গ) মানুষের মৌলিক চাহিদা ঘ) মানুষের পারিবারিক আচরণ

উত্তর : ক) মানুষের সামাজিক আচরণ

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে