বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

গণ বিশ্ববিদ্যালয়ে সেমিনার

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৪ মার্চ ২০২৪, ০০:০০
গণ বিশ্ববিদ্যালয়ে সেমিনার

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের আয়োজনে বায়োইনফরমেটিক্সের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির সহযোগিতায় আইকিউএসি সভা কক্ষে ১২ মার্চ এ সেমিনারের আয়োজন করা হয়। এ সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিএমবি বিভাগের চেয়্যারম্যান ডক্টর মো. ফুয়াদ হোসেন। উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. জহিরুল ইসলাম খান গবেষণা সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান আলোচক জেনেসিস ল্যাবরেটরিসের পরিচালক মো. মাহফুজুর রহমান ভূঁইয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে