শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ৩০ মার্চ ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

৬৭. নিচের কোনটি দেহের জ্বালানি (ঋঁবষ) হিসেবে বিবেচিত?

ক) খাদ্য খ) বস্ত্র

গ) বাসস্থান ঘ) চিকিৎসা

উত্তর : ক) খাদ্য

৬৮. নিচের কোনটি সমাজের বুনিয়াদ হিসেবে স্বীকৃত?

ক) খাদ্য খ) বস্ত্র

গ) বাসস্থান ঘ) শিক্ষা

উত্তর :গ) বাসস্থান

৬৯. নিচের কোনটি অন্যান্য সকল চাহিদা পূরণের মূল চাবিকাঠি হিসেবে বিবেচিত?

ক) খাদ্য খ) বস্ত্র

গ) বাসস্থান ঘ) শিক্ষা

উত্তর :ঘ) শিক্ষা

৭০. মানুষকে সম্পদে পরিণত করতে প্রয়োজন-

র. শিক্ষা রর. স্বাস্থ্য ররর. খাদ্য

নিচের কোনটি সঠিক?

ক) র খ) র ও রর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :খ) র ও রর

৭১. চিত্তবিনোদনের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?

ক) সময়ের শূন্যতা পূরণ খ) সময় কাটানো

গ) আনন্দের সময় ঘ) সময়কে অর্থবহ ও জীবন্ত করে তোলা

উত্তর : ঘ) সময়কে অর্থবহ ও জীবন্ত করে তোলা

৭২. কোন চাহিদাটি বর্তমানে সর্বজনীন রূপলাভ করেছে?

ক) খাদ্য খ) বস্ত্র

গ) বাসস্থান ঘ) শিক্ষা

উত্তর :ঘ) শিক্ষা

৭৩. স্বাস্থ্য বলতে বোঝায়-

র. শারীরিক সুস্থতা রর. অভ্যন্তরীণ সুস্থতা ররর. মানসিক সুস্থতা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :খ) র ও ররর

৭৪. বাংলাদেশের মানুষের শারীরিক ও মানসিক অবসাদ দূর করা সম্ভব হয় না কেন?

ক) পুষ্টিহীনতার জন্য খ) স্বাস্থ্যহীনতার জন্য

গ) দরিদ্রতার জন্য ঘ) চিত্তবিনোদনের জন্য

উত্তর :ঘ) চিত্তবিনোদনের জন্য

৭৫. বর্তমানে মাথাপিছু আয় কত?

ক) ২২২৭ ডলার খ) ১৩৯০ ডলার

গ) ২৮২৪ ডলার ঘ) ২৫৬০ ডলার

উত্তর :গ) ২৮২৪ ডলার

৭৬. চজঝচ-এর পূর্ণরূপ কী?

ক) চৎড়াবৎঃু জবফঁপঃরড়হ ঝঃৎধঃবমু চধঢ়বৎং

খ) চৎড়াবৎঃু জবফঁপঃরড়হ ঝঃৎধঃবমু চষধহ

গ) চধৎধষুংবফ জবপড়াবৎু ঝঃৎধঃবমরপ চৎড়লবপঃ

ঘ) চষধহ জবপড়হংঃৎঁপঃরড়হ ঝুংঃবসধঃরপ চৎড়মৎবংং

উত্তর : ক) চৎড়াবৎঃু জবফঁপঃরড়হ ঝঃৎধঃবমু চধঢ়বৎং.

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৭৭ ও ৭৮নং প্রশ্নের উত্তর দাও।

রাঈদাকে বলা হলো, ''কার্টুন দেখে সময় নষ্ট করবে না।'' জবাবে সে বলে, "আমাকে গল্প শোনালে কার্টুন দেখা বন্ধ করে দেব।''

৭৭. উদ্দীপকে রাঈদার মৌল মানবিক চাহিদা কোনটি?

ক) খাদ্য খ) বস্ত্র

গ) বাসস্থান ঘ) বিনোদন

উত্তর :ঘ) বিনোদন

৭৮. "দেহ, মন ও আত্মার বিকাশ সাধনই হলো শিক্ষা"- উক্তিটি কার?

ক) ফ্রেডারিক হার্বার্ট

খ) চার্লট টোলে

গ) জন মিল্টন

ঘ) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার

উত্তর :গ) জন মিল্টন

সমাজকর্মের শাখা

১. চিকিৎসা সমাজকর্মের বর্তমান নাম কী?

ক) ক্লিনিক্যাল সমাজসেবা খ) হাসপাতাল সমাজসেবা

গ) সাইকিয়াট্রিক সমাজকর্ম ঘ) সেবামূলক সমাজকর্ম

উত্তর : খ) হাসপাতাল সমাজসেবা

২. বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম চালু হয় কত সালে?

ক) ১৯৫৫ সালে

খ) ১৯৬৯ সালে

গ) ১৯৭১ সালে

ঘ) ১৯৮৪ সালে

উত্তর :খ) ১৯৬৯ সালে

৩. জধঢ়ঢ়ড়ৎঃ বলতে কী বোঝায়?

ক) সমাজকর্মীর দায়িত্ব খ) সমাজকর্মের সীমাবদ্ধতা

গ) সমাজকর্মী ও সাহায্যার্থীর পেশাগত সম্পর্ক

ঘ) মাঠকর্মী ও একাডেমিক তত্ত্বাবধায়কের দায়িত্ব

উত্তর : গ) সমাজকর্মী ও সাহায্যার্থীর পেশাগত সম্পর্ক

৪. বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ প্রথম শুরু হয় কোথায়?

ক) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে

খ) মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে

গ) বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে

ঘ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

উত্তর : ঘ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

৫. বাংলাদেশের সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয় কত সালে?

ক) ১৯৫৭ সালে

খ) ১৯৫৮ সালে

গ) ১৯৫৯ সালে

ঘ) ১৯৬০ সালে

উত্তর :খ) ১৯৫৮ সালে

৬. সমাজকর্মের বিশেষায়িত শাখা হচ্ছে-

র. চিকিৎসা সমাজকর্ম

রর. বিদ্যালয়ের সমাজকর্ম

ররর. ব্যক্তি সমাজকর্ম

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

৭. 'স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করা হলো চিকিৎসা সমাজকর্ম।'- উক্তিটি কার?

ক) ডঐঙ ঝঃধঃরংঃরপধষ ণবধৎ ইড়ড়শ

খ) ঝড়পরড়ষড়মরপধষ ণবধৎ ইড়ড়শ

গ) ঝড়পরধষ ডবষভধৎব ণবধৎ ইড়ড়শ

ঘ) ঝড়পরধষ ডড়ৎশ ণবধৎ ইড়ড়শ

উত্তর : ঘ) ঝড়পরধষ ডড়ৎশ ণবধৎ ইড়ড়শ

৮. চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ করা হয় কত সালে?

ক) ১৯৮৪ সালে খ) ১৯৯০ সালে

গ) ১৯৯৫ সালে ঘ) ১৯৯৮ সালে

উত্তর : ক) ১৯৮৪ সালে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে