বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৩০. আমানদের জমিতে তিসি, সরিষা, বাদাম উৎপাদিত হয়। এগুলো কোন জাতীয় খাদ্য শস্য?

ক. মসলা খ. শর্করা

গ. তৈলবীজ ঘ. আমিষ

উত্তর:গ. তৈলবীজ

৩১. চা চাষের জন্য উপযোগী এলাকার সঙ্গে অমিল প্রকাশ করে কোনটি?

ক. সিলেট খ. চট্টগ্রাম

গ. পঞ্চগড় ঘ. ময়মনসিংহ

উত্তর :ঘ. ময়মনসিংহ

৩২. মাজেদদের কৃষি জমিটি দোআঁশ মাটির। জমিটি কী চাষের জন্য উপযোগী?

ক. মরিচ খ. আলু

গ. মসুর ঘ. ভুট্টা

উত্তর :খ. আলু

৩৩. রাশেদের জেলায় কাঁসার তৈরি জিনিস বেশি তৈরি হয়। সে কোন জেলার বাসিন্দা?

ক. বরিশাল খ. খুলনা

গ. জামালপুর ঘ. চট্টগ্রাম

উত্তর :গ. জামালপুর

৩৪. আমজাদ মিয়া একজন গম চাষি। তিনি কখন চাষ করেন?

ক. গ্রীষ্মকালে খ. হেমন্তকালে

গ. বসন্তকালে ঘ. শীতকালে

উত্তর :ঘ. শীতকালে

৩৫. 'অপসোনিন ফার্মাসিউটিক্যালস' নামটি পত্রিকার বিজ্ঞাপন থেকে মাসুদ প্রথম জেনেছে। সে কোন শিল্পের সঙ্গে পরিচিত হলো?

ক. সাবান খ. সিমেন্ট

গ. রেশম ঘ. ওষুধ

উত্তর :ঘ. ওষুধ

৩৬. কোনটি খাদ্যজাতীয় কৃষিদ্রব্য?

ক. পাট খ. চা

গ. আলু ঘ. তামাক

উত্তর :খ. চা

৩৭. কোন কৃষিদ্রব্যকে সোনালি আঁশ বলা হয়?

ক. ধান খ. চা

গ. পাট ঘ. তামাক

উত্তর :গ. পাট

৩৮. ঢাকা জেলার ধামরাই কী জন্য বিখ্যাত?

ক. তাঁত শিল্প খ. মৃৎশিল্প

গ. কাঠ শিল্প ঘ. কাঁসা শিল্প

উত্তর :ঘ. কাঁসা শিল্প

৩৯. বাংলাদেশের মোট জাতীয় আয়ে প্রায় ২০% আসেজ্জ

ক. কৃষি থেকে খ. শিল্প থেকে

গ. পোশাক থেকে ঘ. তাঁত শিল্প থেকে

উত্তর : ক. কৃষি থেকে

৪০. বাংলাদেশের শতকরা কত ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল?

ক. ৮৫% খ. ৭৫%

গ. ৮০% ঘ. ৭০%

উত্তর :খ. ৭৫%

৪১. অর্থের বিনিময়ে বিদেশ থেকে এ দেশে কোনো পণ্য আনাকে কী বলা হয়?

ক. ক্রয় খ. বিক্রয়

গ. আমদানি ঘ. রপ্তানি

উত্তর :গ. আমদানি

৪২. গম চাষ করা হয় কোন ঋতুতে?

ক. বর্ষা খ. শীত গ. শরৎ ঘ. হেমন্ত

উত্তর :খ. শীত

৪৩. মৃৎ শিল্পের কাঁচামাল কী?

ক. বালু খ. মাটি

গ. সিমেন্ট ঘ. কাঠ

উত্তর :খ. মাটি

৪৪. বাংলাদেশে প্রতি বছর কী পরিমাণ ধান উৎপন্ন হয়?

ক. ৩.৩০ লক্ষ মেট্রিক টন খ. ৩.৪০ লক্ষ মেট্রিক টন

গ. ৩.৫০ লক্ষ মেট্রিক টন ঘ. ৩.৮০ লক্ষ মেট্রিক টন

উত্তর : গ. ৩.৫০ লক্ষ মেট্রিক টন

৪৫. জামদানি শাড়ি কোন শিল্পের অন্তর্ভুক্ত?

ক. রেশম শিল্প খ. তাঁত শিল্প

গ. পোশাক শিল্প ঘ. বয়ন শিল্প

উত্তর : খ. তাঁত শিল্প

৪৬. বাংলাদেশের বেশির ভাগ মানুষ-

ক. রেশম শিল্পের সাথে জড়িত খ. কৃষির সাথে যুক্ত

গ. পোশাক শিল্পের সাথে জড়িত ঘ. কুটির শিল্পের সাথে জড়িত

উত্তর :খ. কৃষির সাথে যুক্ত

৪৭. বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষির অবদান শতকরা কত ভাগ?

ক. ২০% খ. ২৫%

গ. ৩০% ঘ. ৩৫%

উত্তর : ক. ২০%

৪৮. পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপাদন হয় কোন দেশে?

ক. ভারত খ. চীন

গ. বাংলাদেশ ঘ. নেপাল

উত্তর :গ. বাংলাদেশ

৪৯. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?

ক. তামাক খ. আখ গ. পাট ঘ. চা

উত্তর :গ. পাট

৫০. কোনটি রপ্তানি করে প্রতি বছর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?

ক. চা খ. তামাক

গ. চিনি ঘ. পোশাক

উত্তর :ঘ. পোশাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে