মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
উইলিয়াম গে ওয়ালটার

প্রশ্ন্ন :বৈদু্যতিক এক ইউনিট সমান?

উত্তর :এক কিলোওয়াট/আওয়ার।

প্রশ্ন্ন :বিদু্যৎ পরিবাহক রোধের একক কী?

উত্তর :ওহম।

প্রশ্ন্ন :চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায়?

উত্তর :মেরু বিন্দুতে।

প্রশ্ন্ন :মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন?

উত্তর :নিউটন।

প্রশ্ন্ন :বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কী?

উত্তর :ফোঁটার চারদিকে বাতাসের সমান চাপ।

প্রশ্ন্ন :কে প্রথম রোবট আবিষ্কার করেন?

উত্তর : উইলিয়াম গে ওয়ালটার।

প্রশ্ন্ন :সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?

উত্তর :পরমাণু ফিউশন।

প্রশ্ন্ন : প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত?

উত্তর :৫০টি।

প্রশ্ন্ন :বর্তমানে দেশে কতটি কয়লা বিদু্যৎকেন্দ্র চালু রয়েছে?

উত্তর :২টি।

প্রশ্ন :বাংলাদেশের স্থলভাগ ও বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের জন্য রাশিয়ার গ্যাজপ্রমের সাথে সমঝোতা স্বাক্ষরিত হয় কবে?

উত্তর :২৮ জানুয়ারি ২০২০।

প্রশ্ন :খনিজ অনুসন্ধানে গ্যাজপ্রম প্রতিষ্ঠা করা হয় কবে?

উত্তর :আগস্ট ১৯৮৯ সালে।

প্রশ্ন :দেশের প্রথম বেসরকারি বিটুমিন পস্নান্টের নাম কী?

উত্তর :বসুন্ধরা বিটুমিন পস্নান্ট।

প্রশ্ন :বসুন্ধরা বিটুমিন পস্নান্ট কোথায় অবস্থিত?

উত্তর :পানগাঁও, কেরানীগঞ্জ, ঢাকা।

প্রশ্ন :বিটুমিন কোন কাজে ব্যবহার করা হয়?

উত্তর :বিটুমিন জ্বালানি তেলের একটি বাই-প্রোডাক্ট পণ্য।

প্রশ্ন :বর্তমানে দেশের সর্ববৃহৎ সৌরবিদু্যৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর :সুতিয়াখালী, ময়মনসিংহ।

প্রশ্ন :দেশের সর্ববৃহৎ সৌরবিদু্যৎ প্রকল্প কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা কত?

উত্তর :৫০ মেগাওয়াট।

প্রশ্ন :দেশের সর্ববৃহৎ সৌরবিদু্যৎ প্রকল্প কোন দেশের যৌথ প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত হচ্ছে?

উত্তর : বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ প্রতিষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে