লা লিগার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে আবেগঘন বিদায় জানানোর পর ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কার্লো আনচেলোত্তি। শনিবার (২৪ মে) রাতে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচে ডাগআউট সামলানোর পরপরই নতুন দায়িত্বের প্রস্তুতি শুরু করেছেন ইতালিয়ান এই কোচ।
আগামী আন্তর্জাতিক বিরতিতে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে অভিষেক হতে যাচ্ছে আনচেলোত্তির। তবে প্রথম স্কোয়াড থেকেই চমক দিতে চলেছেন তিনি। তার অধীনে রিয়াল মাদ্রিদের পরিচিত মুখ ভিনিসিয়াস জুনিয়র, এনদ্রিক, এদের মিলিতাওদের দেখা গেলেও দলে থাকছেন না রদ্রিগো গোয়েস।
আর এই তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিক তাতি মন্তোভানি (মাদ্রিদ এক্সট্রা), তিনি জানিয়েছেন আনচেলোত্তির পরিকল্পনায় আপাতত রদ্রিগো নেই।
রদ্রিগোকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে। চলতি মৌসুমে নিজের স্বাভাবিক ফর্মে ছিলেন না রদ্রিগো এবং শেষ দিকে আনচেলোত্তির ফর্মেশন পরিবর্তনের কারণে মূল একাদশ থেকেও বাদ পড়েন তিনি।
এর ফলে মানসিক ক্লান্তি ও আত্মবিশ্বাসে ভাটা দেখা দেয় তার মধ্যে। আর সেই কারণেই ব্রাজিল জাতীয় দলে জুনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলোত্তি।