রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

পাইকগাছায় অ্যাডভ্যান্সড টেকনিক্যাল ট্রেনিং ফর ক্লাস্টার গ্রুপ মেম্বারস প্রশিক্ষণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৭:০০
পাইকগাছায় অ্যাডভ্যান্সড টেকনিক্যাল ট্রেনিং ফর ক্লাস্টার গ্রুপ মেম্বারস প্রশিক্ষণ
খুলনার পাইকগাছায় অ্যাডভ্যান্সড টেকনিক্যাল ট্রেনিং ফর ক্লাস্টার গ্রুপ মেম্বারস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়: ছবি যায়যায়দিন

খুলনার পাইকগাছায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ৫ দিনব্যাপী অ্যাডভ্যান্সড টেকনিক্যাল ট্রেনিং ফর ক্লাস্টার গ্রুপ মেম্বারসদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৪ মে) সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হল রুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুল মামুন।

1

এ সময় ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মেরিন ফিশারিজ অফিসার মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত প্রশিক্ষণে ৪টা ক্লাস্টারে ২৫ জন মৎস্য চিংড়ি চাষি অংশগ্রহণ করে।

পরবর্তীতে একই স্থানে ওয়ার্কশপ অন গুড একুয়াকালচার প্রাক্টিস ফর ক্লাস্টার ম্যানেজমেন্ট এবং জেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়ের আয়োজনে সামুদ্রিক মৎস্য বিধিমালা- ২০২৫ এর ৩ অনুযায়ী ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে সকল ধরণের মৎস্য আহরণ সম্পূর্ণ নিষেধ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার মৎস্য ব্যবসায়ী ও চাষিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে