শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ রোববার সকালে উপজেলার ভূমি অফিস চত্তরে তিনদিন ব্যাপী ভূমি মেলা শুভ উদ্বোধন করা হয়েছে ।
আনুষ্ঠানিক ভাবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল।
উপজেলার ই্উএনও আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে মেলার আলোচনা সভায় ভূমি মালিকদের স্বার্থ রক্ষায় দালাল থেকে দূরে থাকেন, নিজের কাজ নিজে করেন প্রতিপাদ্য নিয়ে বক্তব্য রাখেন, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:এ,টি,এম ফায়েজুর আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু সহ আরো অনেকেই । এ সময় মেলার সভাপতি ইউএনও বলেন ভূমি সেবা নিতে এখন ঘরে বসেই অনলাইনেও সেবা নিতে পারেন ।
নামজারির ক্ষেত্রে কাগজ পত্রে জটিলতা না থাকলে দ্রুত সেবা নিতে পারেন । ভূমি কর দিয়ে মালিকানা নিশ্চিত করেন নচেৎ আইনি সমস্যায় পরবেন । নিজে সচেতন হয়ে অন্যকে ভূমি সেবা নেওয়ার পরামর্শ প্রদান করবেন । মেলায় ভূমির কর দিয়ে জমির সমস্যা সমাধানে এগিয়ে আসার আহবান রাখেন এই কর্মকর্তা ।
সহকারী শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও এলাকাবাসী সহ গণ্যমান্য ব্যক্তিরা মেলায় উপস্থিত ছিলেন ।