রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঝিনাইগাতীতে ভূমি মেলার উদ্বোধন

ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৬:৪৮
ঝিনাইগাতীতে ভূমি মেলার উদ্বোধন
ছবি: যায়যায়দিন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ রোববার সকালে উপজেলার ভূমি অফিস চত্তরে তিনদিন ব্যাপী ভূমি মেলা শুভ উদ্বোধন করা হয়েছে ।

আনুষ্ঠানিক ভাবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল।

1

উপজেলার ই্উএনও আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে মেলার আলোচনা সভায় ভূমি মালিকদের স্বার্থ রক্ষায় দালাল থেকে দূরে থাকেন, নিজের কাজ নিজে করেন প্রতিপাদ্য নিয়ে বক্তব্য রাখেন, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:এ,টি,এম ফায়েজুর আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু সহ আরো অনেকেই । এ সময় মেলার সভাপতি ইউএনও বলেন ভূমি সেবা নিতে এখন ঘরে বসেই অনলাইনেও সেবা নিতে পারেন ।

নামজারির ক্ষেত্রে কাগজ পত্রে জটিলতা না থাকলে দ্রুত সেবা নিতে পারেন । ভূমি কর দিয়ে মালিকানা নিশ্চিত করেন নচেৎ আইনি সমস্যায় পরবেন । নিজে সচেতন হয়ে অন্যকে ভূমি সেবা নেওয়ার পরামর্শ প্রদান করবেন । মেলায় ভূমির কর দিয়ে জমির সমস্যা সমাধানে এগিয়ে আসার আহবান রাখেন এই কর্মকর্তা ।

সহকারী শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও এলাকাবাসী সহ গণ্যমান্য ব্যক্তিরা মেলায় উপস্থিত ছিলেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে