রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন রুনা খান

যাযাদি ডেস্ক
  ২৫ মে ২০২৫, ১৬:৫১
ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন রুনা খান
ছবি : অভিনেত্রী রুনা খান

অভিনেত্রী রুনা খান বরাবরই অভিনয়ের গভীরতা ও স্বতঃস্ফূর্ততায় দর্শকের হৃদয় জয় করেছেন। তবে এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে—অভিনয় নয়, বরং ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়ার ট্রেলারে তার একটি সংলাপ ঘিরেই সৃষ্টি হয়েছে আলোড়ন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারের একটি দৃশ্য ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে দর্শকমহলে। সেখানে মোশাররফ করিমের সঙ্গে রুনা খানকে দেখা যায় এক চমকপ্রদ সংলাপে। হতাশ রুনা জিজ্ঞেস করেন, “তুই কয়ডা বিয়া করছস?” জবাবে মোশাররফ বলেন, “চাইরডা।” এরপর রুনা খান প্রশ্ন করেন, “তাইলে আমি কয় নাম্বার?” আর উত্তরে আসে, “ছয় নাম্বার!” এই সংলাপ ও সংলাপ-পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে রসিকতা ও মজার মন্তব্যের ঝড়।

1

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে রুনা বলেন, “একটা ট্রেলারের ছোট্ট একটা অংশ যে এতটা ভাইরাল হবে, সেটা কোনোভাবেই ভাবিনি। তবে শুটিংয়ের সময় পুরো ইউনিট যেভাবে দৃশ্যটি উপভোগ করছিল, তখনই বুঝেছিলাম কিছু একটা হতে পারে।” তিনি জানান, শুধুমাত্র একটি ফেসবুক পেজেই ভিডিওটির ভিউ দাঁড়িয়েছে চার থেকে পাঁচ মিলিয়নের বেশি।

ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়ায় মোশাররফ করিমকে দেখা যাবে ‘আব্বাস’ চরিত্রে, যিনি পেশায় ট্রাকচালক এবং একে একে আটটি জেলায় আটটি বিয়ে করেছেন—সবগুলোই গোপনে। প্রতিটি স্ত্রীর সামনে তিনি নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেন, যেন একেক জায়গায় একেক ব্যক্তি। একমাত্র তার হেল্পার সেলিম জানেন এই সব রহস্য।

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এই সিরিজে রুনা খান ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।

এই সিরিজের ট্রেলার ও সংলাপ ইতোমধ্যে দর্শকদের মাঝে দারুণ কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে