মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

খুবিতে ইনোভেশন শোকেসিং

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের উদ্ভাবনী আইডিয়াসমূহ নিয়ে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ এর আওতাধীন ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এই ইনোভেশন শোকেসিংয়ের আয়োজন করা হয়। খুবির ডিএসএ ভবনের তৃতীয় তলায় প্রধান অতিথি হিসেবে ৩ এপ্রিল এই আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও এপিএ টিম লিডার প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট কমিটির ফোকাল পয়েন্ট ও আইসিটি সেলের পরিচালক প্রফেসর ডক্টর কাজী মাসুদুল আলম। এ সময় চারুকলা স্কুলের ডিন প্রফেসর ডক্টর নিহার রঞ্জন সিংহ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপিস্নন প্রধান প্রফেসর ডক্টর আবু শামীম মোহাম্মদ আরিফ, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ কাজী দিদারুল ইসলামসহ বিভিন্ন ডিসিপিস্ননের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উলেস্নখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির আওতাধীন ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটি আয়োজিত এ ইনোভেশন শোকেসিংয়ে বিভিন্ন ডিসিপিস্ননের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ২২টি উদ্ভাবনী আইডিয়া স্থান পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে