শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী জন্ম:সেপ্টেম্বর ৮, ১৮৯২ মৃতু্য:ডিসেম্বর ৫, ১৯৬৩ তিনি ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী। যুক্তফ্রন্ট গঠনের মূলনেতাদের মধ্যে তিনি অন্যতম। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সুধী সমাজ কর্তৃক 'গণতন্ত্রের মানসপুত্র' বলে আখ্যায়িত হন।
শিক্ষা জগৎ ডেস্ক
  ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন:ঢাকার গুলশানে 'হলি আর্টিজেন রেস্তোরাঁয়' জঙ্গি হামলা হয় কত তারিখে?

উত্তর:২ জুলাই, ২০১৬।

প্রশ্ন: উপমহাদেশে সর্বপ্রথম কবে এবং কে রেল ব্যবস্থা চালু করেন?

উত্তর:১৮৫৩ সালে লর্ড ডালহৌসী।

প্রশ্ন:'রামপুর টেলিভিশন' কেন্দ্রটি কত সালে স্থাপিত হয়?

উত্তর: ১৯৭৫ সালে।

প্রশ্ন: স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটে কিসের ছবি ছিল?

উত্তর: শহীদ মিনারের।

প্রশ্ন:প্রাচীন 'পুন্ড্রনগর' কোথায় অবস্থিত?

উত্তর:মহাস্থানগড়।

প্রশ্ন:বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?

উত্তর:পালবংশ

প্রশ্ন:পানি পথের তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়?

উত্তর:১৭৬১ সালে।

প্রশ্ন:বাংলার বার ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে?

উত্তর:ঈশা খাঁ।

প্রশ্ন:বাংলা নববর্ষের প্রবক্তা কে?

উত্তর:সম্রাট আকবর।

প্রশ্ন:সিপাহী বিপস্নব কত সালে সংঘটিত হয়েছিল?

উত্তর:১৮৫৭ সালে।

প্রশ্ন:ভারতবর্ষে ইউরোপীয় বণিকদের মধ্যে কাদের অবস্থান প্রথম?

উত্তর:পর্তুগীজদের।

প্রশ্ন:'ছিয়াত্তরের মন্বন্তর' বাংলা ও ইংরেজি কত সাল?

উত্তর:১১৭৬ বাংলা ও ১৭৭০ ইংরেজি।

প্রশ্ন:বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উত্তর:লর্ড কর্ণওয়ালিশ।

প্রশ্ন:বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?

উত্তর:১৯১১ সালে।

প্রশ্ন:অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর:হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

প্রশ্ন:মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলা সফর করেছিলেন?

উত্তর:নোয়াখালী (১৯৪৫ সালে)।

প্রশ্ন:১৯৪৭ সালে কিসের ভিত্তিতে ভারত ও পাকিস্তান আলাদা হয়?

উত্তর:দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে।

প্রশ্ন:পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে দাবি নিয়ে এগিয়ে আসে কোন সংগঠন?

উত্তর:তমুদ্দিন মজলিস।

প্রশ্ন:পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্র্ত্রীর নাম কী?

উত্তর:লিয়াকত আলী খান (১৯৪৯)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে