শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১৬ মে ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু
জানার আছে অনেক কিছু

প্রশ্ন :ভারতে শেষ মোগল সম্রাট কে?

উত্তর :দ্বিতীয় বাহাদুর শাহ

1

প্রশ্ন :বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর :হাসান গঙ্গু

প্রশ্ন : ১৫২৭ খ্রিষ্টাব্দে কোন যুদ্ধে বাবর মোবারের রানাসঙ্গকে পরাজিত করেছিলেন?

উত্তর :কানোয়া বা খানুয়া

প্রশ্ন :কোনটির প্রাচীন নাম ছিল কুরুক্ষেত্র?

উত্তর :পানিপথ

প্রশ্ন :কোন বংশ দিলিস্নর সিংহাসন হারায়?

উত্তর :লোদি

প্রশ্ন :কে বলেছিল যে প্রাচীন ভারতে দাসপ্রথা ছিল না?

উত্তর :মেগাস্থিনিস

প্রশ্ন :কার উপাধি ছিল 'সকলোত্তরপথনাথ'?

উত্তর :হর্ষবর্ধন

প্রশ্ন :যখন হরপ্পা ও মহেনজোদারো প্রত্নতাত্ত্বিক খননকার্য চালানো হয় তখন কে 'আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার' প্রধান ছিলেন?

উত্তর : স্যার জন মার্শাল

প্রশ্ন : আকবরের নবরত্ন সভায় একমাত্র সদস্য যিনি আকবরের প্রবর্তিত 'দিন-ই-ইলাহি' ধর্মগ্রহণ করেছিলেন, তার নাম কী?

উত্তর :বীরবল

প্রশ্ন :কোন শহরের অধিকারকে কেন্দ্র করে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে বহুদিন ধরে ত্রিপক্ষীয় যুদ্ধ চলেছিল?

উত্তর :কনৌজ

প্রশ্ন :'তহকিক-ই-হিন্দ' কার রচনা?

উত্তর :আলবিরুণী

প্রশ্ন :আরবদের সিন্ধুজয়ের সময় কে সিন্ধুপ্রদেশের রাজা ছিলেন?

উত্তর :দাহির

প্রশ্ন :ইখতিয়ারউদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন কার সমসাময়িক?

উত্তর :কুতুবউদ্দিন আইবেক

প্রশ্ন :ভারতের ইতিহাসে বিখ্যাত কনৌজের বর্তমান নাম কী?

উত্তর :কানপুর

প্রশ্ন :মহাবীর কোন ভাষায় ধর্মপ্রচার করতেন?

উত্তর :মাগধী

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে