প্রশ্ন:পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে কী বলে? উত্তর:অভিকর্ষ বল। প্রশ্ন:এক্সরের একক কী? উত্তর:রনজেন। প্রশ্ন:কে গতির সূত্র আবিষ্কার করেন? উত্তর:নিউটন। প্রশ্ন:নিউটনের গতি সূত্র কয়টি? উত্তর:তিনটি। প্রশ্ন:বস্তুর কম্পনের মাধ্যমে কী উৎপন্ন হয়? উত্তর:শব্দ। প্রশ্ন:উড পেন্সিলের সিস কী দিয়ে তৈরি হয়? উত্তর:গ্রাফাইট দিয়ে। প্রশ্ন:কে কম্পিউটার আবিষ্কার করেন? উত্তর:হাওয়ার্ড এইকিন। প্রশ্ন:কে আপেক্ষিকতার সূত্র আবিষ্কার করেন? উত্তর:আলবার্ট আইনস্টাইন। প্রশ্ন:পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির কৃত্রিম উপগ্রহটির নাম কী?। উত্তর:গ্যালিলিও। প্রশ্ন:চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন? উত্তর:কারণ চাঁদে বায়ুমন্ডল নেই। প্রশ্ন:কোন রেখায় দিনরাত্রি সর্বত্র সমান? উত্তর:নিরক্ষরেখায়। প্রশ্ন:কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? উত্তর:ভিটামিন 'ক'। প্রশ্ন:শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কী? উত্তর:অডিও মিটার। প্রশ্ন:কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয়? উত্তর:কঠিন মাধ্যমে। প্রশ্ন:কে উন্নত ধরনের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন? উত্তর:আলফ্রেড নোবেল। প্রশ্ন:ডুবোজাহাজ থেকে জলের উপরে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? উত্তর:পেরিস্কোপ। প্রশ্ন:ব্যাটারি হতে কোন ধরনের কারেন্ট পাওয়া যায়? উত্তর:ডিসি কারেন্ট। প্রশ্ন: শব্দের চেয়ে দ্রম্নতগতিতে চলে কোন বিমান? উত্তর:সুপারসনিক বিমান। প্রশ্ন:সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন? উত্তর:লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে।